বঙ্গ

পূর্বমেদিনীপুরে প্রস্তুতি সভা কাটোয়ায় কর্মসূচিতে পরিত্রাতা অভিষেক

সংবাদদাতা, তমলুক : ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসবেন চলতি মাসের শেষ সপ্তাহে। সেই কর্মসূচি নিয়েই রবিবার ও সোমবার পরপর দুদিন প্রস্তুতি সভা হয়। দলের কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত ও রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। বীরভূম হয়ে আগামী ২৫ মে ঝাড়গ্রামে পা রাখবেন অভিষেক।

আরও পড়ুন-খুশি তাঁতি, ঢাকিদের পরিবার

২৭ মে পৌঁছবেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। দিন ও রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি হবে। সেইমতো দলের বিভিন্ন শাখা সংগঠনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক তরুণকুমার মাইতি, জেলা সাধারণ সম্পাদক তরুণকুমার জানা, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক সৌমেন মহাপাত্র প্রমুখ। এছাড়াও তমলুকে জেলা পার্টি কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুব, ছাত্র, মহিলা ও শ্রমিক শাখার জেলা নেতৃত্ব।

আরও পড়ুন-আইসিএসই ও আইএসসি কৃতীদের রাজ্যের অভিনন্দন, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা সম্বিতের

নন্দীগ্রামে চারদিন রাত্রিবাস করবেন ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। এই সফর নিয়ে ইতিমধ্যেই দলের কর্মী-সমর্থক থেকে জেলাবাসীদের মধ্যে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে। তিনি কোথায়, কবে, কী কর্মসূচি করবেন, কোন রুট দিয়ে যাবেন— এ সমস্ত বিষয়ে রবিবার ও সোমবার তমলুকে প্রস্তুতি বৈঠক করল তৃণমূল কংগ্রেস।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

8 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

8 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago