সংবাদদাতা, জঙ্গিপুর : দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরিয়ে মুর্শিদাবাদে আসছেন ৫ মে। তাই নিয়ে সাজ সাজ রব পড়ে গিয়েছে। কর্মী-সমর্থকরা উজ্জীবিত। কর্মসূচি শুরু হবে রোড শোয়ের মাধ্যমে। শুরুর দিনই পূর্ব নির্ধারিত দুটি জনসভা বাতিল করা হয়েছে। মালদায় কর্মসূচি শেষ করার পর ৫ মে থেকে শুরু হচ্ছে অভিষেকের চারদিনের মুর্শিদাবাদ সফর। ৫ তারিখ ফরাক্কা বিধানসভা কেন্দ্রে শুরু করে ৮ মে সাগরদিঘিতে রাজনৈতিক কর্মসূচি পালনের মাধ্যমে শেষ হবে। প্রথমে ঠিক হয়েছিল শুক্রবার সামশেরগঞ্জের পুঁটিমারি মাঠ এবং রঘুনাথগঞ্জের সম্মতিনগরে দুটি জনসভা করবেন। কিন্তু দুটিই বাতিল করে ওইদিন অভিষেক ফরাক্কা থেকে ভগবানগোলা পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার রাস্তায় রোড শো করবেন।
আরও পড়ুন-ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে, গম্ভীরের সঙ্গে ঝামেলার পর বিস্ফোরক বিরাট
ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ৫ মে শুক্রবার হওয়ায় ওইদিন দুপুরবেলায় প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় কারণে ব্যস্ত থাকবেন। সেই কারণেই শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, শুক্রবারে অভিষেকের মুর্শিদাবাদের দুটি জনসভাই বাতিল করা হচ্ছে। পরিবর্তে ফরাক্কা থেকে ভগবানগোলা রোড শো করবেন। ফরাক্কায় ঢোকার পর বল্লালপুর, তারাপুর-সহ কয়েকটি বিশেষ এলাকায় রোড শো থামবে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলতে। দুপুর ১১টায় রোড শো শুরু হয়ে সন্ধে ছ’টায় শেষ হবে।