সংবাদদাতা, কোচবিহার : আজ কোচবিহারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কী বার্তা দেবেন তার অপেক্ষায় রয়েছেন জেলাবাসী। এই সভাকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া মাথাভাঙা এলাকা। মাথাভাঙা কলেজ মাঠে সভার আগের দিন মঞ্চের প্রস্তুতি তুঙ্গে।
আরও পড়ুন-পাকিস্তান ম্যাচে অনিশ্চিত মান্ধানা, কাল বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের
অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথাভাঙা শহরে কলেজ ময়দানে হেলিকপ্টারে নামবেন। সভাস্থল সংলগ্ন ইটভাটা ময়দানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। তারই প্রস্তুতি হিসাবে শুক্রবার বিকেলে হেলিকপ্টার ট্রায়াল রান হয়। শেষ পর্যায়ে সভাস্থলের তদারকি করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও পুলিশ। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, দলের কর্মীরা মুখিয়ে আছেন এই জনসভার জন্য। শনিবার ভোর থেকেই সভাস্থলে দলে দলে কর্মীরা ভিড় করবেন৷ তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা জনসমুদ্রে পরিণত হবে।