অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দিল পুলিশ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের কোনও ভিত্তিই নেই। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে নিম্ন আদালতে রিপোর্ট জমা দিয়ে এমনই জানিয়ে দিল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্তাকে দেখে এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর সামনে এই ঘটনা ঘটলে তিনি দুষ্কৃতীদের মাথায় গুলি করতেন।
আরও পড়ুন-সোনাজয়ী বাংলাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
অভিষেকের এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে মামলা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেই মামলায় বৃহস্পতিবার কলকাতা পুলিশ রিপোর্ট দিয়ে জানিয়ে দিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের ফলে কোনও অপরাধমূলক ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশের ‘ক্লিনচিট’-এর পর নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানান সুকান্ত, আদালত সেই অনুমতি দিয়েছে। ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।