স্টুডিওপাড়ায় পুড়ে ছাই গুদাম

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে গুদামটিতে। আগুন লাগার সময় গুদামটিতে কেউ উপস্থিত ছিলেন না।

Must read

প্রতিবেদন : টালিগঞ্জের স্টুডিওপাড়ায় বিধ্বংসী আগুন। পুড়ে ছাই এস কে মুভিজের গুদাম। এস কে মুভিজের কর্ণধার হলেন অশোক ধানুকা। সাতসকালেই আচমকা আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর যায় দমকলে। দ্রুততার সঙ্গে দমকলের ১৮টি ইঞ্জিন এসে পরিস্থিত সামাল দেয়। বিধ্বংসী এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। কিন্তু দমকলের তৎপরতায় সেই আগুন বিরাট আকার ধারণ করতে পারেনি। গুদামে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-অভিষেককে ক্লিনচিট পুলিশের

আগুনের তাপে গুদামের দেওয়ালে ফাটল দেখা দেয়। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দমকলের এক কর্মী। ঘটনাস্থলে যান দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু। কুদঘাটের বাবুরাম ঘোষ রোডের গুদামটি জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় প্রথমে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন এলেও পরে আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকায় সেখানে আসে দমকলের প্রায় ১৮টি ইঞ্জিন। আগুন লাগার পর আশপাশের বাড়িগুলি খালি করা হয়। আগুনের তাপে আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও ফাটল দেখা গিয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করেছেন ও তাঁদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন-সোনাজয়ী বাংলাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে গুদামটিতে। আগুন লাগার সময় গুদামটিতে কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম সেখানে রাখা ছিল। সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ফরেনসিক তদন্ত হবে গোটা ঘটনার।

Latest article