নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: আজ, সোমবার থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনের পাঁচদিনই উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার কার্যবিবরণী অনুযায়ী বিশেষ অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিযুক্তি, চাকরির শর্তাবলি এবং অফিসের মেয়াদ) বিল ২০২৩ পেশ হতে চলেছে। যেহেতু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনও দিন নির্ধারণ করা হয়নি, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচদিনই সংসদে উপস্থিত থাকবেন এবং সিইসি বিল পেশ করা হলে তা নিয়ে বলবেন। উল্লেখ্য, সরকারের পেশ করা এজেন্ডা অনুযায়ী, স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাস নিয়ে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দুই বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনও এই বিষয়ে বক্তব্য রাখবেন।
আরও পড়ুন-দিনের কবিতা
অন্যদিকে সোমবার শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আনার দাবি তুলবে ইন্ডিয়া জোট। রবিবার বিকেলে বিশেষ অধিবেশন নিয়ে সর্বদল বৈঠকেই অধিবেশনের অ্যাজেন্ডা সম্পর্কে জানায় সরকার। তৃণমূলের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন সংসদ ভবনে চলে যাবেন সাংসদরা। সকাল সাড়ে ১১টায় নতুন সংসদ ভবনে জমায়েত হতে বলা হয়েছে সাংসদদের। সোমবার সকাল ১১টায় ইন্ডিয়া শিবিরের সংসদীয় নেতাদেরও বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
আরও পড়ুন-ইউনেস্কোর তরফে বিশ্ব ঐতিহ্যের তকমা পেল রবিঠাকুরের শান্তিনিকেতন, গর্বিত মুখ্যমন্ত্রী
সরকারের তরফে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর পুরনো সংসদ ভবনে বিদায়ী ভাষণ অনুষ্ঠান হবে। পরদিন সকাল ১০টা থেকে ১০.৪৫টা পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের একসঙ্গে ছবি তোলা হবে এবং ১১টায় পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান হবে। সাড়ে ১১টায় নতুন সংসদ ভবনে সকলে জমায়েত হবেন। সরকারের বিভিন্ন বিল এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে নতুন সংসদ ভবনে ২০, ২১ এবং ২২ সেপ্টেম্বর।
আরও পড়ুন-ইঁদুর ধরতে রেলের খরচ শুনলেই হচ্ছে আতঙ্ক
২০ সেপ্টেম্বর থেকে শেষ তিনদিন বিল আনা হবে। সর্বদল বৈঠকে তৃণমূলের তরফে জানানো হয়, ৫ দিনের বিশেষ অধিবেশনে একদিন বিরোধীদের তোলা সাধারণ মানুষের সমস্যাগুলি অর্থাৎ মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং রাজ্যগুলির বকেয়া পাওনা নিয়ে আলোচনা করতে হবে। বাকি ২ দিন সরকারের কাজের জন্য নির্ধারিত করার দাবি জানিয়েছে তৃণমূল। বিরোধীদের আশঙ্কা, নির্ধারিত তালিকার বাইরেও বিল আনবে মোদি সরকার। বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আনার দাবিতে সরব হয়েছে তৃণমূল। এছাড়াও, সাসপেন্ড হওয়া সাংসদদের ফেরানোর দাবি করে তৃণমূল-সহ অন্যান্য দল। তৃণমূল জানায়, নির্বাচন কমিশনার নিয়োগ বিলটি মারাত্মক। নির্বাচনের কয়েকমাস আগে এই বিলটি আনা ঠিক নয়। কেন আপনারা ভয় পাচ্ছেন? এই বিল অসাংবিধানিক, বিচার ব্যবস্থার পরিপন্থী, অগণতান্ত্রিক। কেন এই অধিবেশন নিয়ে এত গোপনীয়তা, সে প্রশ্ন তোলা হয় বিরোধীদের তরফে।
আরও পড়ুন-আজ কাপ জিততেই হবে : শুভমন
এদিনের বৈঠকে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা আধিকারিকদের শহিদ হওয়ার জন্য ফারুক আবদুল্লাহর প্রস্তাবমতো ১ মিনিট নীরবতা পালন করা হয়। সরকারের ডাকা বিশেষ অধিবেশন সম্পর্কে ডেরেক ও’ব্রায়েন বলেন, আসলে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন এক সপ্তাহ ধরে পালন করতেই এই অধিবেশন।