আজ কাপ জিততেই হবে : শুভমন

বাংলাদেশের কাছে সুপার ফোরের শেষ ম্যাচে হেরে যাওয়ায় অপরাজিত থেকে এশিয়া কাপ ফাইনাল খেলা হচ্ছে না ভারতের।

Must read

কলম্বো, ১৬ সেপ্টেম্বর : বাংলাদেশের কাছে সুপার ফোরের শেষ ম্যাচে হেরে যাওয়ায় অপরাজিত থেকে এশিয়া কাপ ফাইনাল খেলা হচ্ছে না ভারতের। ওপেন করতে নেমে শতরান করেও দলকে জেতাতে পারেননি শুভমন গিল। ২৪ বছর বয়সি ভারতীয় তরুণ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শেষে ভারতের তরুণ ওপেনার স্বীকার করে নিয়েছেন, হিসেবে তাঁর ভুল হয়ে গিয়েছে। অনেক সময় ছিল। ম্যাচ শেষ করে আসা উচিত ছিল তাঁর। এখান থেকে শিক্ষা নিতে চান। তবে বাংলাদেশের বিরুদ্ধে হার ভুলে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ ট্রফি জিততে মুখিয়ে রয়েছেন শুভমন।

আরও পড়ুন-ছোটদের শারদ উপহার

গিলের কথায়, ‘‘এশিয়া কাপ ফাইনাল জেতাটা আমাদের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট জিতলে দলের সকলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে নামতে পারবে। আমাদের জয়ের অভ্যাস তৈরি করাটা খুব প্রয়োজন। একটা বা দুটো ম্যাচে হারলে চাপ বাড়তে পারে। তাই এখান থেকে জয়ের ছন্দে ফিরলে আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে পারব।’’

আরও পড়ুন-রাজভবনের নির্দেশ ছুঁড়ে ফেলুন

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা তাঁর শেষ করে আসা উচিত ছিল বলে জানিয়েছেন শুভমন। বলেন, ‘‘কখনও ব্যাটিংয়ের সময় অনেক অ্যাড্রিনালিন ক্ষরণ হয়। তাই ভুল হয়ে যায়। আমি এই ম্যাচে ভুল করেছি। আউট হওয়ার পর বুঝতে পারি, অনেকটা সময় ছিল। আমার এতটা আগ্রাসন দেখানোর প্রয়োজন ছিল না। সৌভাগ্যবশত, ম্যাচটা ফাইনাল ছিল না। তাই এই ভুল থেকে শিক্ষা নিতে চাই।’’ যোগ করেন, ‘‘আমরা কোনও ছন্দ হারাইনি। আসলে বাংলাদেশের লোয়ার অর্ডারকে আমরা অতিরিক্ত ১০-১৫ রান দিয়েছি। এ ছাড়া ভাল ক্রিকেট খেলেছি আমরা।’’

Latest article