মণিপুরকাণ্ডে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে INDIA জোটের ধর্ণায় অভিষেক

Must read

মণিপুরকাণ্ডে (Manipur Issue) উত্তাল সংসদ ভবন চত্বর। প্রায় ৩মাস কেটে গিয়েছে মণিপুরের অশান্তি। এই পরিস্থিতিতে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন মণিপুর ইস্যুতে সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়ার দাবি তুলেছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকাল থেকেই চাপ বাড়াল বিরোধী শিবির। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির সামনে ধর্ণা কর্মসূচি শুরু করল INDIA জোটের শরিক দলগুলি। INDIA-র এই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্মিলিত বিরোধীদের মূল দাবি একটাই, লোকসভা ও রাজ্যসভায় প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে বিবৃতি দিতে হবে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের রাজ্যসভা লোকসভার প্রায় সব সাংসদই হাজির ছিলেন। মণিপুর ইস্যুতে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন সকলে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেট্রো প্রকল্প আরও একধাপ এগোল

ধর্ণা চলাকালীন মণিপুর ইস্যুতে (Manipur Issue) কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানান, “মণিপুরের ঘটনা থেকে নজর ঘোরাতেই বাংলা, রাজস্থান প্রসঙ্গ তুলে আনছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। কিন্তু তাতে লাভ হবে না। মণিপুরে কী ঘটছে, দেশের মানুষ তা বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী কোনও প্রতিশ্রুতি রাখতে পারেন না। ২০২২-এর মধ্যে দেশের সবার মাথার উপর ছাদ থাকবে বলেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। আর এদিকে বিপুল টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। লজ্জায় মাথায় হেঁট হয়ে যায়।” এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এদিন সমস্ত বিরোধী দলের নেতাকে ফোন করে সুষ্ঠুভাবে সংসদভবনে থাকার কথা বলেছিলেন। ফোন করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। সুদীপবাবু তাঁকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংসদে বিবৃতি না দিলে সুর নরম হবে না। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চাই।”

Latest article