মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেট্রো প্রকল্প আরও একধাপ এগোল

প্রাথমিক ভাবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত লাইনে দুর্গাপুজোর মধ্যেই বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আরও একধাপ এগোল নোয়াপাড়া-বারাসত ভায়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ। এই রুটে বিমানবন্দর স্টেশনের কাজ আগেই শেষ হয়ে গিয়েছে। এরই মধ্যে চলতি সপ্তাহে শেষ হল বাঁকড়া মোড়ে গুরুত্বপূর্ণ অংশের ঢালাইয়ের কাজ। এই রুটে পরিষবা শুরু করতে যা একটি মাইলস্টোন বলেই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। আপাতত দ্বিতীয় দফায় বিমানবন্দর স্টেশন ছাড়িয়ে নিউ বারাকপুর পর্যন্ত রেলপথের কাজ জোরকদমে চলছে বলে জানিয়েছে মেট্রো।

আরও পড়ুন-কেন্দ্রের উদাসীনতায় রাস্তা মরণফাঁদ

মেট্রোর তরফে জানানো হয়েছে, ১২ নম্বর জাতীয় সড়কের কাছে বাঁকড়া মোড়ে ঢালাইয়ের কাজ চলছে। সেজন্য প্রাথমিক ভাবে ৩৫ মিটারের হাইড্রোলিক রিগ ব্যবহার করে ৫৫ মিটার গভীর গর্ত খোঁড়া হয়েছিল। তার মধ্যে ৫৫ মিটার লম্বা এবং ১.২ মিটার চওড়া স্তম্ভ নির্মাণের কাজ শেষ হয়েছে। ১৮ জুলাই সকাল ১০টায় শুরু করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কাজ শেষ হয়েছে। ১৯ জুলাই সকাল ১০টায় কাজ শেষ হয়। নির্মাণকারী সংস্থার বক্তব্য, ঢালাইয়ের কাজটা কঠিন ছিল না।

আরও পড়ুন-রাজ্য সরকারের উদ্যোগ, প্রথম পর্যায়ে ব্যয় ২০০ কোটি, শিলিগুড়িতে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন

কিন্তু বাঁকড়া মোড় অত্যন্ত ব্যস্ত এলাকা হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করাটা ছিল চ্যালেঞ্জ। তা হওয়ায় এই রুটের কাজ অনেকটাই এগিয়ে গেল। প্রাথমিক ভাবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত লাইনে দুর্গাপুজোর মধ্যেই বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Latest article