কেন্দ্রের উদাসীনতায় রাস্তা মরণফাঁদ

সড়ক নয় যেন মৃত্যুফাঁদ। এই মুহূর্তে ঠিক এমনই অবস্থা ফালাকাটা থেকে আলিপুরদুয়ারের সলসলাবাড়ি পর্যন্ত নির্মীয়মাণ মহাসড়কের।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : সড়ক নয় যেন মৃত্যুফাঁদ। এই মুহূর্তে ঠিক এমনই অবস্থা ফালাকাটা থেকে আলিপুরদুয়ারের সলসলাবাড়ি পর্যন্ত নির্মীয়মাণ মহাসড়কের। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ কয়েক বছর ধরে প্রাণ হাতে নিয়ে যাত্রা করতে হচ্ছে এই রুটের নিত্যযাত্রীদের। যেতে-আসতে তাই দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়কের মাঝে কোথাও কোথাও তৈরি হয়েছে যেন বড় বড় ‘পুকুর’।

আরও পড়ুন-রাজ্য সরকারের উদ্যোগ, প্রথম পর্যায়ে ব্যয় ২০০ কোটি, শিলিগুড়িতে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন

পাশাপাশি বেশ কয়েকটি বিগত দিনে তৈরি করা ডাইভারশন বহু আগেই চলে গেছে নদী গর্ভে। তার ওপর দিয়েই কোনওক্রমে চলছে দুর্ভোগের যাতায়াত। এ-ছাড়াও যখন নদীতে জল বাড়ে তলিয়ে যায় সেই সমস্ত ডাইভার্সন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফালাকাটা ও আলিপুরদুয়ারের মধ্যে। আলিপুরদুয়ার সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত প্রায় ৪১ কিমি মহাসড়কের নির্মাণকাজ চলছে প্রায় চার বছর থেকে। কিন্ত কয়েকমাস হল নির্মাণকারী সংস্থা মহাসড়ক নির্মাণকাজ অসম্পূর্ণ রেখে পাততাড়ি গুটিয়েছে।

আরও পড়ুন-বাংলা ও বাঙালির পক্ষে বাংলাপক্ষের জোর সওয়াল

মহাসড়কের কাজ থমকে যাওয়ায় নিত্যযাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি হচ্ছে। রবিবার জাতীয় মহাসড়ক উন্নত করার দাবিতে ফালাকাটা-সংলগ্ন বালুরঘাট ডাইভারশন এলাকায় গণসংগ্রাম কমিটির ছাতার তলায় এসে কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে শামিল হলেন বহু স্থানীয় মানুষ। ফালাকাটা-আলিপুরদুয়ার শহরের পাশে অবস্থিত বাসিন্দারা দলমতনির্বিশেষে জাতীয় মহাসড়ক উন্নত করার দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন। দ্রুত এই মহাসড়ক সম্পন্ন করার দাবি তুলেছে এই সংগঠন। না হলে হুঁশিয়ারি দিয়েছেন আগামী দিনে বৃহত্তর আন্দোলনের।

Latest article