বাংলা ও বাঙালির পক্ষে বাংলাপক্ষের জোর সওয়াল

কৌশিক বলেন, আগামী কয়েক বছরের মধ্যে ভূমিপুত্র সংরক্ষণে তাঁরা অগ্রাধিকার দেবেন। এর জন্য বাংলা জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।

Must read

প্রতিবেদন : বাংলার সমস্ত সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করা এবং বেসরকারি চাকরি ও কাজে ৯০% ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বাংলাপক্ষ হুগলির উদ্যোগে রিষড়া বারুজীবী বাজারে এক পথসভার আয়োজন করা হয়। বাংলাপক্ষের দাবি, পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে ১০০% ও বেসরকারি চাকরিতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে। এই পথসভায় ছিলেন বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষপরিষদ সদস্য কৌশিক মাইতি, মনন মণ্ডল, ছাত্রপক্ষের, হুগলি জেলা সম্পাদক দর্পণ ঘোষ, দফতর সম্পাদক সুমন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই পথসভায় গর্গ দাবি তুললেন, বাংলার প্রতিটি চাকরি, ব্যবসা, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, লাইসেন্স সব ভূমিপুত্রদের চাই। বাংলার জনপ্রতিনিধিত্ব বাঙালির হাতে রাখতে হবে।

আরও পড়ুন-আসছে অর্ডিন্যান্স বিল

কৌশিক বলেন, আগামী কয়েক বছরের মধ্যে ভূমিপুত্র সংরক্ষণে তাঁরা অগ্রাধিকার দেবেন। এর জন্য বাংলা জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। সুমন বললেন, গঙ্গার দু’পার বহিরাগতদের দ্বারা দখল হয়ে যাচ্ছে। তা পুনর্দখল করতে হবে। রাহুলের দাবি, বাংলাভাগের চক্রান্ত যারা করবে, তাদেরই বাংলাছাড়া করা হবে। বাংলা ভাষার অপমান, মায়ের ভাষার অপমান, বাংলাপক্ষ এটা মানবে না। যেখানে বাংলা ভাষার অপমান হবে বাংলাপক্ষ রুখে দাঁড়াবে। ক্রমশ বহিরাগতদের আধিপত্য বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দর্পণ।

Latest article