প্রতিবেদন : নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে বরাবরই বাড়তি নজর অভিষেক বন্দোপাধ্যায়ের। কিছুদিন আগেই তিনি নিজের নির্বাচনী এলাকায় শ্রদ্ধার্ঘ্য প্রকল্প চালু করেছেন। ব্যক্তিগত উদ্যোগে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষের জন্য বার্ধক্য ভাতা দেন। আবারও ডায়মন্ড হারবারের উন্নয়নে তিনি বিশেষ ভূমিকায় অবতীর্ণ। সেই লক্ষ্যেই আজ সোমবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করবেন দক্ষিণ ২৪ পরগনার আমতলায়।
আরও পড়ুন-ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করুক মোদি সরকার, সভায় তোপ দাগলেন চন্দ্রিমা
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কয়েক সপ্তাহ আগেই ডায়মন্ড হারবার কেন্দ্রের পৈলানে একটি নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। নিজের লোকসভা কেন্দ্রে তিনি যে বাড়তি সময় দেবেন, তাও বুঝিয়ে দিয়েছিলেন। সেইমতোই সোমবার আমতলা অডিটোরিয়ামে একটি প্রশাসনিক পর্যালোচনা সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি জনসাধারণের পরিষেবায় বিশেষ নজর দিয়েছিলেন। করোনাকালে নিজের উদ্যোগে পাশে দাঁড়িয়েছিলেন ডায়মন্ড হারবারবাসীর। আবারও তিনি ডায়মন্ড হারবারের উন্নয়ন ও জনসাধারণের পরিষেবায় উদ্যোগী হলেন। সেই লক্ষ্যেই তিনি প্রশাসনিক পর্যালোচনা করতে চলেছেন। সোমবার দুপুর দু’টো নাগাদ জেলা তথা ডায়মন্ড হারবারের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি পর্যালোচনা সভা করবেন।