ভয় পেয়েই অভিষেককে হেনস্থা, প্রতিবাদে সোচ্চার সাধারণ মানুষ

বসিরহাট শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের সভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা।

Must read

সংবাদদাতা, বসিরহাট : দলের প্রিয় নেতা ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই আধিকারিকদের দিয়ে লাগাতার হেনস্থা ও কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। তারই প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট বোটঘাটে বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র কার্যালয়ের সামনে এক বিশাল প্রতিবাদসভার আয়োজন করা হয়।

আরও পড়ুন-দুয়ারে ডাক্তার, কৃতজ্ঞ জঙ্গলমহলের মানুষ

বসিরহাট শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের সভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা। তাঁদের দাবি, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন মোদি, অমিত শাহরা। তাই তাঁর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ না পেয়েও ইডি, সিবিআই দিয়ে হেনস্থা করার চক্রান্ত করা হচ্ছে। অভিষেককে নিয়ে ভয়ের কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি অন্যায়ভাবে দলের কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। বাংলার মানুষ এটা ভালভাবে নিচ্ছে না। তাই আগামীদিনে মানুষ একজোট হয়ে বিজেপির এই ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ চরমভাবে করবে। যা কেন্দ্র বা রাজ্য বিজেপির পক্ষে বেদনাদায়ক হবে বলেই দাবি ওঠে তৃণমূলের প্রতিবাদসভা থেকে। সভায় ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র সভাপতি কৌশিক দত্ত, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পুরপ্রধান অদিতি মিত্র, সাহানুর মণ্ডল, অভিষেক মজুমদার, শমীক রায় অধিকারী, বাদল মিত্র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও নেতারা।

Latest article