প্রতিবেদন : জলপাইগুড়ির দুর্যোগে সর্বস্বান্ত হওয়া ১৬০০ পরিবারও সেই বঞ্চনার শিকার। বাংলাকে এ-যাবৎকাল বঞ্চনা করে আসছে কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রের অঙ্গুলিহেলনে পরিচালিত নির্বাচন কমিশনেরও বঞ্চনার শিকার হলেন দুর্গতরা। শুক্রবার বঞ্চনার শিকার দুর্গত সেই ১৬০০ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন- নিজেকে নির্দোষ দাবি করতে পারেন মহুয়া, জানাল হাইকোর্ট
বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, শুক্রবার তাঁর সভা রয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। ওইদিন তিনি ১৬০০ পরিবারের প্রতিনিধির সঙ্গে দেখা করবেন। তাঁদের সঙ্গে বৈঠক করবেন। সোমবার নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের যে প্রতিনিধি দল গিয়েছিল, তাদের সদস্যদেরও ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। জলপাইগুড়ির মানুষের অধিকার চাইতে গিয়েছিলেন তাঁরা। তাঁদের উপর কী অত্যাচার হয়েছে, তাঁরা নিজের মুখে তা বর্ণনা করবেন। ভয়াবহ টর্নেডোয় জলপাইগুড়ির ১৬০০ পরিবার সর্বস্বান্ত হয়েছিলেন। তাঁদের পাশে দাঁড়াতে মাঝরাতেই জলপাইগুড়ি ছুটেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি চেয়েছিলেন ঘরহারাদের ঘর দিতে। রাজ্য টাকা দেবে, শুধু অনুমোদন দেবে নির্বাচন কমিশন। কিন্তু সেই অনুমোদন মিলল না। যেহেতু আদর্শ আচরণবিধি চলছে, তাই নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া রাজ্যের কিছু করার নেই। কেন্দ্রের বঞ্চনায় জলপাইগুড়ির দুর্গত মানুষদের তাই মাথা গোঁজবার ঠাঁইটুকুও মিলল না ভোটের বাংলায়।