নিজেকে নির্দোষ দাবি করতে পারেন মহুয়া, জানাল হাইকোর্ট

Must read

প্রতিবেদন: জনসমক্ষে নিজেকে ‍‘নির্দোষ’ বলে দাবি করতে কোনওরকম সমস্যা নেই প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনই মৌখিক পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। লোকসভা ভোটের আগে কেন্দ্রের মোদি সরকারের গাজোয়ারি ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে লোকসভার সদস্যপদ হারাতে হয় মহুয়াকে।

আরও পড়ুন-ভোট দিলেই হোটেল-রেস্তোরাঁয় বিলে ছাড়!

তবে শুধুমাত্র মহুয়া নন, জয় অনন্ত দেহাদ্রাইয়েরও নাম জড়িয়েছে ওই মামলায়। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মহুয়া যেন কোনওরকম অবমাননাকর মন্তব্য না করেন, সেই আর্জি নিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেহাদ্রাই। পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন নির্দেশও চেয়েছিলেন হাইকোর্টের কাছে। ওই মামলায় বিচারপতি প্রতীক জালান দেহাদ্রাইকে সাফ জানান, আপনি যদি প্রকাশ্যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ করেন, তা হলে তাঁরও পূর্ণ অধিকার হয়েছে প্রকাশ্যে নিজেকে নির্দোষ বলার।

Latest article