ভোট দিলেই হোটেল-রেস্তোরাঁয় বিলে ছাড়!

অভিনব উদ্যোগ! সম্ভবত অভূতপূর্বও। ভোট দিলেই হোটেল-রেস্তোরাঁয় খাবারের বিলে ছাড়। এমন কাণ্ডেরই সাক্ষী হতে চলেছে উত্তরাখণ্ড।

Must read

প্রতিবেদন: অভিনব উদ্যোগ! সম্ভবত অভূতপূর্বও। ভোট দিলেই হোটেল-রেস্তোরাঁয় খাবারের বিলে ছাড়। এমন কাণ্ডেরই সাক্ষী হতে চলেছে উত্তরাখণ্ড। সৌজন্যে নির্বাচন কমিশন। লক্ষ্য ভোটদানে উৎসাহিত করা ভোটারদের। লোকসভা ভোটের মুখে উত্তরাখণ্ডবাসীদের জন্য সত্যিই অভিনব ঘোষণা নির্বাচন কমিশনের। কমিশন জানিয়েছে, ভোট দেওয়ার পর যে কোনও হোটেল বা রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের জন্য এই ছাড় পাওয়া যাবে। এখনও পর্যন্ত এই একটি মাত্র রাজ্যেই ভোটারদের জন্য এই বিশেষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-বিশ্বের দ্বিতীয় সংক্রামক হেপাটাইটিসে মৃত্যুমিছিল, সতর্কতা জারি করল হু

ইতিমধ্যে, উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ সংগঠনের সঙ্গে কমিশন মউ স্বাক্ষরও করেছে বলে খবর। উত্তরাখণ্ডের অধিকাংশ ভোটারের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ বৃদ্ধি করতেই এই বিশেষ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল নির্বাচন উত্তরাখণ্ডে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯ এপ্রিল ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে কোনও ভোটার যদি হোটেল বা রেস্তোরাঁয় খেতে যান, সেক্ষেত্রে খাবারের বিলে তিনি ২০ শতাংশ ছাড় পাবেন। তবে শুধু ১৯ তারিখই নয়, ২০ এপ্রিলও এই পরিষেবা উপভোগ করতে পারবেন ভোটারেরা। কিন্তু তার পর আর ভোট দেওয়ার জন্য খাবারের বিলে এই বাড়তি ছাড় পাবেন না ভোটারেরা। উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ সংগঠনের সভাপতি এই প্রসঙ্গে জানান, খাবারের বিলে ছাড় দেওয়ার আগে পরীক্ষা করে দেখা হবে আঙুলের কালির ছাপ। তারপরেই ছাড়ের প্রশ্ন।

Latest article