ওঁকারধাম শিবমন্দিরে পুজো দেবেন অভিষেক

ওঁকারধাম শিবমন্দিরে পুজো দেবেন তিনি। তার এই পুজো দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বৃষ্টিস্নাত কুমারগ্রামের বাতাসে বইছে খুশির উষ্ণতা।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: উন্নয়নের অঙ্গীকার, তৃণমূলে নবজোয়ার— এই স্লোগানকে সামনে রেখে সোমবার থেকেই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। ২৭ এপ্রিল রাজ্যের প্রান্তিক জেলা ভুটান সীমান্তবর্তী আলিপুরদুয়ারে আসবেন অভিষেক। আলিপুরদুয়ারের অসম সংলগ্ন জনপদ বারবিশায় বৃহস্পতিবার সকালে একটি জনসভা করবেন তিনি। তারপর সেখান থেকে চলে যাবেন একেবারে ভুটান সীমানার কাছে, পাহাড় আর সবুজে ঘেরা কুমারগ্রাম চা-বাগানে।

আরও পড়ুন-চার পুলিশ অফিসার সাসপেন্ড, মিছিলে নির্যাতিতার নাম প্রকাশ, আইনভঙ্গ বিজেপির

সেখানকার ওঁকারধাম শিবমন্দিরে পুজো দেবেন তিনি। তার এই পুজো দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বৃষ্টিস্নাত কুমারগ্রামের বাতাসে বইছে খুশির উষ্ণতা। জেলায় বহু প্রাচীন ও বড় মন্দির থাকতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটি চা-বাগানের শিবমন্দিরকে পুজো দেওয়ার জন্য বেছে নিয়েছেন তাতে খুব খুশি স্থানীয় মানুষজন। তাঁদের বক্তব্য, রাজ্যের শেষ প্রান্তের মানুষের কথাও যে তিনি সমান ভাবেন তা এই ঘটনায় প্রমাণ হয়ে গেল। আদিবাসী অধ্যুষিত চা-বাগান এলাকায় কোনও নেতা-মন্ত্রী খুব একটা আসতে চান না, কিন্তু উনি যে সবার থেকে আলাদা সেটা আমরা বুঝতে পেরেছি। মন্দির কমিটির তরফ থেকে ওঁকারধাম শিবমন্দিরকে অভিষেক আসার উপলক্ষে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন-বন্যা নিয়ন্ত্রণের কাজ দেখতে বিধায়ক

স্থানীয় মানুষজন এখানেই তাঁদের এলাকার উন্নয়ন নিয়ে অভিষেকের সঙ্গে কথা বলতে চান। তাঁদের বিশ্বাস, তাঁদের এলাকায় উনি যখন আসছেন, তখন তাঁদের কথা শুনে তাঁদের দাবিও পূরণ করবেন। মন্দির কমিটির সভাপতি সুশান্ত কুমার রায় বলেন, তৃণমূল কংগ্রেস আমাদের উন্নয়নের মুখ দেখিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাব মন্দিরটিতে সরকারি অনুদানের জন্য ব্যবস্থা করার।

Latest article