উৎসবের দিনগুলিতে হাওড়ার পথে নামছে ‘অভিষেকের দূত’

Must read

সংবাদদাতা, হাওড়া : উৎসবমুখর আনন্দের দিনগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত তৃণমূল যুব কংগ্রেস। ‘অভিষেকের দূত’ (Abhisheker Doot) হিসেবে শারদোৎসবের দিনগুলোয় হাওড়ায় রাস্তার নেমে মানুষের পাশে থাকবেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বুধবার হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেস কমিটির বৈঠকে নেওয়া হল এই সিদ্ধান্ত। এদিন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রর পৌরোহিত্যে ওই বৈঠক হয়। ঠিক হয়, দুর্গাপুজোর দিনগুলিতে যুব তৃণমূলের কর্মীরা সবসময় মানুষের সাহায্যে রাস্তায় থাকবেন। শহরের প্রতিটি ওয়ার্ডে ও গ্রামীণ এলাকায় প্রতিটি পঞ্চায়েতে যুব তৃণমূল কর্মীদের নিয়ে এই কাজে ‘ডেডিকেটেড টিম’ তৈরি করা হবে। তাঁদের জন্য পিঠে ‘অভিষেকের দূত’ (Abhisheker Doot) লেখা বিশেষ পোশাক তৈরি করা হচ্ছে। ওই পোশাক পরেই রাস্তায় থাকবেন যুব তৃণমূলের কর্মীরা। ঠাকুর দেখতে বেরিয়ে মানুষের কোনও সমস্যা হলে তৎক্ষণাৎ তাঁদের পাশে দাঁড়াবেন তাঁরা। পথ হারালে পাশে যুব তৃণমূল, কেউ অসুস্থ হলে এগিয়ে আসবেন তৃণমূলের যুবরা। বিশেষ নজর রাখা হবে শিশুদের দিকে। হাওড়া জেলা(সদর) যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র জানান, উৎসবের দিনগুলোয় বহু মানুষ রাস্তায় বের হন। এইসময় তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। প্রতিটি এলাকায় যুব তৃণমূলের কর্মীরা মানুষকে সাহায্য করার জন্য রাস্তায় থাকবেন। বিভিন্ন রাস্তার মোড়ে দলের যুবকর্মীরা ক্যাম্প করে বসবেন। মানুষের যে কোনও সমস্যায় সবসময় পাশে থাকবেন তাঁরা।

আরও পড়ুন- উত্তর জুড়ে আরও উন্নয়ন, ব্যয় ৪০০ কোটি, প্রত্যন্ত এলাকায় জোর

Latest article