উত্তর জুড়ে আরও উন্নয়ন, ব্যয় ৪০০ কোটি, প্রত্যন্ত এলাকায় জোর

একদিনে ১১ কোটির রাস্তার সূচনা

Must read

সংবাদদাতা, কোচবিহার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। পুজোর আগেই প্রত্যন্ত এলাকার রাস্তাগুলিও তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর নির্দেশেই শুরু হয়েছে কাজ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে বুধবার একইদিনে কোচবিহার জেলার বিভিন্ন এলাকার প্রায় ১১ কোটির রাস্তার উদ্বোধন করেলন মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ (North Bengal) উন্নয়ন দপ্তরের টাকায় হবে এই নতুন রাস্তা তৈরির কাজ। দিনহাটা ২ ব্লকে বুধবার একদিনে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তার কাজের সূচনা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানিয়েছেন, উন্নয়ন খাতে আরও ৯০ কোটি টাকা ব্যয় হবে। কোচবিহার ছাড়াও গোটা উত্তরজুড়ে (North Bengal) নানা উন্নয়ন প্রকল্পে ৪০০ কোটি টাকা খরচ হবে বলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রে জানা গেছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর জানিয়েছে এদিন তিনটি রাস্তার কাজের সূচনা হয়েছে। এরমধ্যে দিনহাটা ২ ব্লকের নয়ারহাট ও কিশামত দশগ্রাম পঞ্চায়েত থেকে কদমতলা পর্যন্ত ছয় কোটি টাকা খরচ করে পেভার ব্লকের নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে এই রাস্তা বেহাল হওয়ার জন্য এতদিন আবুতারা যাওয়ার জন্য খেরবাড়ি হাট হয়ে যাতায়াত করতে হত অনেককে। এই বেহাল রাস্তাটির সংস্কারের জন্য বহুবার দাবি জানানো হয়েছিল। গ্রামবাসীরা পথ অবরোধও করেছিলেন। অবশেষে সেই রাস্তা সংস্কারের দাবি মিটল। আজ থেকেই শুরু হয়েছে কাজ৷ এছাড়াও রানিরহাট থেকে টিয়াদহ এলাকায় আড়াই কোটি টাকা ব্যায়ে আরেকটি রাস্তার কাজ শুরু হয়েছে এদিন। আমবাড়ি থেকে দিনহাটা মেইন রোড পর্যন্ত যাতায়াতের আরেকটি রাস্তাও তৈরির কাজ শুরু হয়েছে প্রায় দু কোটি টাকা ব্যায়ে৷ সবমিলিয়ে ১১ কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তার কাজ শুরু হয়েছে৷ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই গ্রামীণ এলাকায় পাকা রাস্তা, নর্দমা, কালভার্ট, সোলার লাইট, মাদ্রাসা ও স্কুলগুলির প্রাচীর, বাজারে পর্যাপ্ত আলো-সহ একাধিক প্রকল্পের কাজ শুরু করবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করলে আরও উন্নয়ন বেশি হবে৷

আরও পড়ুন- তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে গুলি দুষ্কৃতীদের

Latest article