আজ মহাসপ্তমী। সপ্তমীতে নবপত্রিকা স্নান করানো হয়। এটি দেবী দুর্গার পুজোর একটি পর্ব৷ সকালে সূর্য ওঠার সময়েই নবপত্রিকা স্নান করানোর নিয়ম রয়েছে৷ প্রচলিত কথায় একে কলাবউ স্নান করানো বলা হয়৷ মহাসপ্তমীতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন- ঘোড়ানাশের জমিদার বাড়ি: পুজোর চারদিন গাছে বাঁধা থাকেন খেপি মা
সোশ্যাল মিডিয়ায় অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, “আমি সকলকে মহা সপ্তমীর শুভেচ্ছা জানাই! এই উৎসব আপনার জীবনে সুখ, একতা এবং মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসুক। আসুন আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসে উদযাপন করি।“
I extend my wishes to everyone for a joyous and blessed Maha Saptami!
May the vibrant festivities of Durga Pujo bring happiness, togetherness, and the divine blessings of Maa Durga into your lives.
Let's celebrate our culture and traditions with enthusiasm and love.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 21, 2023