সমস্ত বাধা কাটিয়ে পায়ে পায়ে সাফল্যের চূড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা (Jono Sanjog Yatra)। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে ৪৪ তম দিনে ৪ হাজার কিলোমিটার পথ পেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। এছাড়াও, দীর্ঘ ৪৪ দিনের এই কর্মসূচিতে রোড শো-এর সেঞ্চুরি করে ফেলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার (Jono Sanjog Yatra) ৪৪ তম দিনে এই কর্মসূচির সাফল্যের খতিয়ান তুলে ধরে একটি টুইট করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। যেখানে লেখা হয়েছে, “তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন জনসংযোগ যাত্রা সাফল্যের সঙ্গে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আমরা এই সাফল্য বাংলার মানুষকে উৎসর্গ করছি। আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ!” এর পাশাপাশি সাফল্যের যে খতিয়ান তুলে ধরা হয়েছে সেখান দেখা যাচ্ছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিন ৪৪ দিনের দীর্ঘ এই যাত্রা পথে ১১৭ টির বেশি জমায়েত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ৫৮ টির বেশি বিশেষ কর্মসুচি, ১০০ টির বেশি রোড শো, এবং ৩৩ টি জেলা অধিবেশন করেছেন তিনি।
আরও পড়ুন: আতঙ্কের রেলযাত্রা, ভয়ঙ্কর দুর্ঘটনা এড়াল দুর্গ-পুরী এক্সপ্রেস
এই যাত্রাপথে তিনি যেখানেই গিয়েছেন জনজোয়ারে ভেসে গিয়েছেন তিনি। প্রত্যেক দিন তৈরি হয়েছে ভিড়ের নতুন রেকর্ড। একএকটি জেলার ভিড় ছাপিয়ে গিয়েছে অন্য জেলাকে। সময় যত এগিয়েছে ততই দেখা গিয়েছে বিরোধীদের উদ্বেগ। এই যাত্রা বন্ধ করতে ষড়যন্ত্র, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের পাশাপাশি ভিড় সামলাতে রাজ্য পুলিশকে ব্যবহারের বিরোধিতায় আদালতে মামলাও দায়ের করেছে বিরোধীরা। তবে সব ষড়যন্ত্রকে পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও নদিয়ায় জনসভা ও জনসংযোগ কর্মসূচি ছিল অভিষেকের। তবে ঝড়বৃষ্টির কারনে তা বাতিল করা হয়েছে। আজ কল্যাণীতে শেষ অধিবেশন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…