আতঙ্কের রেলযাত্রা, ভয়ঙ্কর দুর্ঘটনা এড়াল দুর্গ-পুরী এক্সপ্রেস

Must read

ওড়িশার মধ্য দিয়ে রেল যাত্রা যেন আতঙ্কের হয়ে উঠেছে। এবার ওড়িশার খারিয়ার রোড স্টেশনে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়াল দুর্গ-পুরী এক্সপ্রেস (Durg-puri Express)। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দুর্গ-পুরী এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত বি-৩ কামরায় আগুন লেগে যায়। কোনও এক যাত্রী অ্যালার্ম চেন টেনেছিলেন। এরপরই ট্রেনটি ব্রেক কষে। আর তাতেই আগুন লেগে যায়। ইস্ট কোস্ট রেলের তরফে জানানো হয়েছে, এদিনের ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কোনও যাত্রীরও আঘাত লাগেনি। শুধুমাত্র ব্রেক প্যাডেই আগুন লেগেছিল। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেনটি খারিয়ার রোড স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। এজন্য ওই ট্রেনটিকে (Durg-puri Express) প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। শেষ পর্যন্ত রাত্রি ১১টা নাগাদ ট্রেনটি ফের যাত্রা শুরু করে। এ দিনের ঘটনায় ফের একবার যাত্রীদের মনে প্রবল আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন: ৬৬তম ন্যাশনাল স্কুল গেমস: বাংলার সোনা-রুপো-ব্রোঞ্জ জয়ীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Latest article