৬৬তম ন্যাশনাল স্কুল গেমস: বাংলার সোনা-রুপো-ব্রোঞ্জ জয়ীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

৬ জুন থেকে মধ্যপ্রদেশের ভোপালে ৬৬তম ন্যাশনাল স্কুল গেমস শুরু হয়েছে৷ যা চলবে ১৩ জুন পর্যন্ত৷ টানা ৩ বছর পর এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া৷ মাঝের ৩ বছর কোভিড মহামারির জন্য বন্ধ ছিল এই গেমস। দেশের ১৯ বছরের কম বয়সি ছাত্রছাত্রীরা এই গেমসে অংশগ্রহণ করতে পারেন। ইতিমধ্যে ন্যাশনাল স্কুল গেমস (National School Games) প্রতিযোগিতায় জয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷

প্রথম তিনদিনে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা বিভিন্ন বিভাগে সোনা, রুপো ও ব্রোঞ্জের পদক জিতেছেন৷ সেই কারণে আপ্লুত মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইট করে জানিয়েছেন, “আমরা আমাদের পড়ুয়াদের জন্য গর্বিত। ছাত্রছাত্রীরা ৬৬তম জাতীয় স্কুল গেমস (66th National School Games), ২০২২–২৩ এ দুর্দান্ত পারফর্ম করছেন। প্রতিযোগিতার প্রথম ৩ দিনের মধ্যে, পশ্চিমবঙ্গের এই তরুণ অংশগ্রহণকারীরা ইতিমধ্যেই অ্যাথলেটিক্স, সাঁতার, যোগ এবং জিমন্যাস্টিকসে ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জ পদক জিতেছে। পশ্চিমবঙ্গের পড়ুয়ারা বর্তমানে অ্যাথলেটিক্সে যৌথভাবে প্রথম স্থান অধিকার করছে। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন! আমি চাই, টিম বেঙ্গল শেষ পর্যন্ত তাদের জয়ের ধারা অব্যাহত রাখুক এবং ঘরে আরও গৌরব নিয়ে আসুক!
শুভকামনা!”

ভারতের বহু সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই জাতীয় স্তরের স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন৷

আরও পড়ুন: প্রয়াত লবনহ্রদ সংবাদের সম্পাদক সুধীর দে

Latest article