সংবাদদাতা, বসিরহাট : সাধারণ মানুষের অধিকার অর্জনের লড়াইয়ে আগাগোড়া ময়দানে তৃণমূল। এবার ভোটের দামামা বাজতেই সেই দাবি আরও প্রখর হয়ে উঠেছে। ময়নাগুড়ি থেকে শুরু করে বেলদা হয়ে গঙ্গারামপুরে সভা করে আজ বসিরহাটে গর্জন তুলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেনাপতির অপেক্ষায় প্রহর গুনছে উত্তর ২৪ পরগনার তৃণমূল কর্মীরা। আজ দুপুর তিনটে থেকে বসিরহাটে বিএসএসএ-র মাঠে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে।
আরও পড়ুন-মাথায় ব্যান্ডেজ নিয়েই নবান্নে মুখ্যমন্ত্রী, কাজ সারলেন দিনভর
ইতিমধ্যেই সভাস্থল ঘুরে দেখেছেন মন্ত্রী পার্থ ভৌমিক, মন্ত্রী সুজিত বসু। হাইস্কুল মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কর্মীদের মধ্যেও উদ্দীপনা তুঙ্গে। লোকসভার ভোট যুদ্ধের আগে বসিরহাটে এসে দলের কর্মীদের নতুন রণকৌশলেরই পাঠ দেবেন তিনি।
এদিকে, লোকসভা নির্বাচনের দামামা বেজে গেলেও বিরোধীরা এখনও সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। সেই আবহের মধ্যেই বসিরহাটে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সুজিত বসু বলেন, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভা হচ্ছে। তিনি রাজ্য জুড়ে যে ৫টি সভা করছেন তার মধ্যে চতুর্থ তম সভা তিনি বসিরহাটে করছেন। লোকসভা নির্বাচনের আগে তার এই সভা গোটা রাজ্যের জন্য তো বটেই বিশেষ করে আমাদের উত্তর ২৪ পরগনা জেলার ৫টি লোকসভার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।