মাথায় ব্যান্ডেজ নিয়েই নবান্নে মুখ্যমন্ত্রী, কাজ সারলেন দিনভর

বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক’টা দিন বাড়ি থেকেই যাবতীয় প্রশাসনিক কাজ সেরেছেন।

Must read

প্রতিবেদন : বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক’টা দিন বাড়ি থেকেই যাবতীয় প্রশাসনিক কাজ সেরেছেন। এখনও মাথায় ব্যান্ডেজ। স্টিচ কাটা হয়নি। পুরোপুরি সুস্থ হননি তিনি। তাতে কী! তাঁর কাছে বাংলার মানুষের জন্য কাজই অগ্রাধিকার। মাথায় ব্যান্ডেজ নিয়েই সোমবার গার্ডেনরিচের বিপর্যয়ের পর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বিদ্রোহের চাপে বিধ্বস্ত গেরুয়া শিবির, পদত্যাগ ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রীর

গত বৃহস্পতিবার মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়ে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে হাসপাতালেই থাকতে পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যান। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছিল হাসপাতাল। কিন্তু তিনি তাতে রাজি হননি। বাড়ি ফিরে যান। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বাড়ি থেকেই সব কাজ চলছিল। এবার নবান্নে চলে এলেন মুখ্যমন্ত্রী।

Latest article