শনিবার, উত্তরের রাজবংশী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশে আছে তৃণমূল- সেখানেই তিনি এই বার্তা দেন। রাজবংশীরাও জানান, তাঁদের সমর্থন এবার তৃণমূল প্রার্থীর পক্ষে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ছবি বুকে এঁকে ভোট প্রচার তৃণমূল কর্মীর
গত কয়েকটি নির্বাচনে বাংলা বিরোধীরা রাজবংশীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তাঁদের ভুল বোঝায়। ফলে ইভিএমে তার প্রতিফলন হয়। কিন্তু রাজবংশীদের উন্নয়নের স্বার্থে কোনও কাজ করেননি বাংলা-বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিরা। এদিনের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে নিজেদের সেই বঞ্চনার কথা জানান রাজবংশী নেতারা। অভিষেক (Abhishek Banerjee) জানান, মা-মাটি-মানুষের সরকার বরাবরই রাজবংশীদের উন্নয়নে কাজ করেছে। ভোট না পেলেও উত্তরের উন্নয়নে কোনও কার্পন্য করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাল্টা রাজবংশী নেতারা বলেন, তাঁদের একমাত্র ভরসাস্থল মা-মাটি-মানুষ। তাই আসন্ন নির্বাচনে তাঁরা তৃণমূলের প্রার্থীকেই সমর্থন করবেন।