প্র্যাকটিসে হাবাস, স্বস্তি দিচ্ছেন সাহাল

মুম্বই-বধের গেমপ্ল্যান তৈরি করছেন বাগানের স্প্যানিশ বস। স্বস্তি দিচ্ছেন আরও একজন। ফিট হওয়ার পথে সাহাল আব্দুল সামাদ।

Must read

প্রতিবেদন : লিগ-শিল্ড আর মোহনবাগানের মাঝে বাধা শুধু মুম্বই সিটি এফসি। মেগা দ্বৈরথের আগে মোহনবাগানে স্বস্তি। সুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় সবুজ-মেরুন অনুশীলনে যোগ দিয়েছেন হেড কোচ আন্তনিও লোপেজ হাবাস। সব ঠিক থাকলে সোমবার যুবভারতীতে লিগ-শিল্ডের খেতাবি লড়াইয়ে মোহনবাগানের
ডাগ আউটে থাকবেন স্প্যানিশ কোচ। হাবাস অনুশীলনে ফেরায় উজ্জীবিত ফুটবলাররা।

আরও পড়ুন-রাজবংশীদের সঙ্গে বৈঠকে পাশে থাকার বার্তা অভিষেকের

অনুশীলনে এসে সহকারী ম্যানুয়েল পেরেজকে তাঁর পরিকল্পনা বুঝিয়ে দেন হাবাস। ফুটবলারদের সঙ্গেও কথা বলেন। মুম্বই-বধের গেমপ্ল্যান তৈরি করছেন বাগানের স্প্যানিশ বস। স্বস্তি দিচ্ছেন আরও একজন। ফিট হওয়ার পথে সাহাল আব্দুল সামাদ। এদিন টিমের সঙ্গে হালকা অনুশীলন করেছেন ভারতীয় অ্যাটাকিং মিডিও। ম্যাচ ফিট না হলেও মুম্বইয়ের বিরুদ্ধে সাহালকে কিছুটা সময় খেলাতে পারেন হাবাস।
প্রথমবার লিগ-শিল্ড জয়ের জন্য মরিয়া দিমিত্রি পেত্রাতোস, আনোয়ার আলিরা। জিতলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলবে মোহনবাগান। শনিবার অফলাইন টিকিট কাটতে মোহনবাগান মাঠ ও যুবভারতীর কাউন্টারে লম্বা লাইন দেখা যায়। আনোয়ার আলি অনুশীলন সেরে মাঠ ছাড়ার সময় বলে যান, ‘সমর্থকদের সামনে খেলব। মুম্বইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, লিগ-শিল্ড আমাদেরই জেতা উচিত।’

Latest article