ভোটের মুখে বিজেপি-বাম শিবির ছেড়ে যোগ তৃণমূলে

অপরদিকে রিষড়া পুরসভার বাগখালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বেশ কিছু বাম কর্মী।

Must read

সংবাদদাতা, হুগলি : ভোটের আগে ফের পায়ের তলার জমি আলগা হল বিরোধীদের। শ্রীরামপুর ও রিষড়ায় গেরুয়া এবং বাম শিবির ছেড়ে একঝাঁক কর্মী যোগদান করলেন তৃণমূলে। শনিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রায় ৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন।

আরও পড়ুন-প্র্যাকটিসে হাবাস, স্বস্তি দিচ্ছেন সাহাল

এই প্রচার সভায় কল্যাণবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায় সহ নেতৃত্ব। অপরদিকে রিষড়া পুরসভার বাগখালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বেশ কিছু বাম কর্মী। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে পা মেলান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র ও দলীয় কর্মীরা।

Latest article