অভিষেকের জনসংযোগে আপ্লুত আন্তর্জাতিক বিজ্ঞানী

Must read

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে সমর্থন জানিয়ে ভিডিও প্রকাশ হল আন্তর্জাতিক খ্যাত রসায়ন বিজ্ঞানী ড. মুনকির হোসেনের। রাস্তায় নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে মানুষের মুখ থেকে অভাব-অভিযোগের কথা শোনায় এই কর্মসূচি নিয়ে আপ্লুত তিনি। পাশাপাশি সঙ্কীর্ণ রাজনীতি নিয়ে ড. মুনকির হোসেন বলেন, ‘মতাদর্শ ভিন্ন হলে কোনও কোনও রাজনৈতিক দল তা সহ্য করতে পারছে না। শেষ পর্যন্ত তারা কামেয়াব হতে পারবে না।’ তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকছেন না। অনুশীলন করছেন। জনগণের কাছে যাচ্ছেন। তাঁদের জিজ্ঞাসা করছেন। তাঁদের জীবনকে বোঝার চেষ্টা করছেন। কারও মুখের কথা না শুনে নিজের কানে মানুষের কথা শুনে যে কাজ করবেন, তার পরিপক্বতা আলাদা হবে। আজকে যে আমরা বিভ্রান্ত, যোগ্য নেতৃত্বের যে অভাব, সেই জায়গাটা যদি পরিচ্ছন্ন এবং স্বচ্ছ হয়, গ্রহণযোগ্যতা বাড়ায়। এই গ্রহণযোগ্যতা আমরা চাইছি। এই জিনিসটা অভিষেকের মধ্যে আছে। আমি খুব আপ্লুত যে উনি রাস্তায় নেমেছেন। একই মাটিতে নিমগাছ আছে, আমগাছও আছে, কোনও দ্বন্দ্ব নেই। নিমেরও প্রয়োজন, আমগাছেরও প্রয়োজন। বিশ্বপ্রকৃতির বৈচিত্রের শিক্ষা সব রাজনৈতিক দল গ্রহণ করে না। স্রষ্টার বৈচিত্র্যময় সৌন্দর্য বিনষ্ট করতে চায়। সেটা মূর্খামি এবং অমূলক। এই দৃষ্টিভঙ্গি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, সেই দল কোনওদিন কামেয়াব হতে পারবে না।’ বিজ্ঞানী হিসেবে মুনকির সাহেব দীর্ঘ ১৭ বছর তাইওয়ানের তাইপোয় আকাডেমিয়া সিনিকা ইনস্টিটিউট অব কেমিস্ট্রিতে রসায়নের ‘ক্যাটালিসিস’ বা অনুঘটক নিয়ে গবেষণা করেছেন। মুরারইয়ের ভীমপুর থেকে ১ কিমি দূরের খুঁটকাইল গ্রামে নানির বাড়িতে মানুষ হন তিনি।

আরও পড়ুন- মোকা সামলাতে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বিপর্যয় মোকাবিলা দল

Latest article