প্রতিবেদন : কোচবিহার থেকে যেদিন শুরু করেছিলাম সেদিন এটা ছিল তৃণমূলের নবজোয়ার, আর ৬০ দিন পর আজ এটাই বাংলার মানুষের জনজোয়ারে পরিণত হয়েছে। গত ৬০ দিনে ৪,৫৭৮ কিলোমিটার পথ কখনও হেঁটে, কখনও গাড়িতে অতিক্রম করার পর এটাই আমার উপলব্ধি। ছোটবেলায় গুরুজনদের কাছে শুনতাম প্রকৃতিই নাকি সর্বশক্তিমান। কিন্তু এই ৬০ দিন পর দায়িত্ব নিয়েই বলছি, আমার উপলব্ধি, আমার অনুভূতি হল প্রকৃতি নয়, মানুষই সর্বশক্তিমান। ৬০ দিন আগের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর ৬০ দিনের পরের অভিষেক এক নয়।
আরও পড়ুন-১২৭ বছরের বৃদ্ধার আশীর্বাদ-সহ জনসংযোগ যাত্রার বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা অভিষেকের
শুক্রবার নবজোয়ার যাত্রার শেষদিনে কাকদ্বীপের সভা থেকে এমনই উপলব্ধির কথা শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখন শুরু করেছিলাম তখন অনেকেই বলেছিল, ৬০ দিন অনেক দূর, ৪ দিনও পারবে না। কিন্তু এই ৬০ দিনের একদিনও বাড়ি যাইনি, মায়ের মুখ দেখিনি। কিন্তু বাংলার লক্ষ লক্ষ মায়ের মুখ দেখেছি। তাঁরা এসে আশীর্বাদ করেছেন। রক্তদান করেছি, কিন্তু ধর্মের নামে লড়াই করে রক্ত ঝরাইনি। মাঝে ইডি, সিবিআই দিয়ে এই কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা হয়েছিল। কিন্তু আমরা মাথা নত করিনি। লড়াই চালিয়ে গিয়েছি। নবজোয়ার এগিয়ে গিয়েছে। যতদিন গিয়েছে আরও মানুষ এসে আশীর্বাদ করেছেন। বেড়েছে মানুষের ঢল।
আরও পড়ুন-২৪-এ মোদিকে দিল্লি ছাড়া করার হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূল হল খাঁটি লোহা। এই লোহাকে যত আঘাত করবেন ততই লোহা শক্ত হবে। যত আঘাত করবেন মানুষের সমর্থন তত বাড়বে। দেখেছি ১২৭ বছরের বৃদ্ধা প্রচণ্ড গরমে উপেক্ষা করে লাঠি হাতে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন আমাকে আশীর্বাদ করতে। পুরুলিয়ার ৪২ ডিগ্রিতে ভরদুপুরে দেখেছি মানুষ নেমে এসেছে রাস্তায়। এ-অভিজ্ঞতা সারা জীবনেও ভুলব না।