সংগঠন মজবুত করতে অভিষেকের কড়া নির্দেশ

পশ্চিম মেদিনীপুর জেলায় সংগঠনকে আরও সংঘবদ্ধ ও মজবুত করতে মানস ভুঁইয়া ও অজিত মাইতিকে বাড়তি দায়িত্ব নিতে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর জেলায় সংগঠনকে আরও সংঘবদ্ধ ও মজবুত করতে মানস ভুঁইয়া ও অজিত মাইতিকে বাড়তি দায়িত্ব নিতে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বৈঠকে কেন মুখপাত্র

একইসঙ্গে জেলার ১০টি ব্লকে সাংগঠনিক অবস্থার খোলনলচে মেরামত করতে হবে বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন তিনি। কেশিয়াড়ি, মোহনপুর, ডেবরা, গড়বেতা-৩ ঘাটাল, দাসপুর এই ব্লকগুলিতে জেলা সভাপতিদের সঙ্গে নিয়ে মানস ভুঁইয়া এবং অজিত মাইতি বাড়তি নজর দেবেন। নির্দেশ অভিষেকের। মঙ্গলবার জেলা ছাড়ার আগে সবংয়ের ক্যাম্পে জেলার নেতাদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট কথা, দলকে কোনও অবস্থায় অস্বস্তির মুখে ফেলা যাবে না। সকলে মিলেমিশে কাজ করবেন।

আরও পড়ুন-বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে

অভিষেকের কথায়, সংগঠনের নিচুতলাটাই হচ্ছে ভিত। সেখানে যেন কোনওরকম বিভেদ-দ্বন্দ্ব না থাকে। নিজেদের মধ্যে বিভেদ রাখা চলবে না। সবাই এক হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়লে আমাদেরকে কেউ হারাতে পারবে না। একেবারে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আমরা পঞ্চায়েতে জিতে আসব। ‌গন্ডগোল, অশান্তি করে পঞ্চায়েত ভোট নয়।

Latest article