চিকিৎসকদের অনুমতির পরেই ২৬ সপ্তাহ অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত সম্ভব, জানাল হাই কোর্ট

Must read

২৬ সপ্তাহ পেরিয়ে গিয়েছে নাবালিকার গর্ভধারণের। ঠিক এই কারণে গর্ভপাতের ক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের ছাড়পত্র প্রয়োজন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) জানাল, চিকিৎসকদের অনুমতির পরেই ২৬ সপ্তাহ অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত সম্ভব।

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় (Sabyasachi Chatterjee) ওই অন্তসত্ত্বা নাবালিকাকে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ১৩ বছরের নাবালিকার গর্ভপাত সম্ভব কিনা তার সিদ্ধান্ত নেবে মেডেক্যাল বোর্ড। যদি তা সম্ভব হয় তাহলে ওই নাবালিকাকে ২৪ ঘণ্টার মধ্যে গর্ভপাত করাতে হবে।

উল্লেখ্য, বাবা-মা পেশায় পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। এই কারণে দুই মেয়েকে তাদের দাদুর কাছে রেখে যেতেন। কিন্তু তারপরেও ১৩ বছরের নাবালিকা ও তার বোনের খাবার জুটত না। আর সেই সুযোগই নিয়েছিল পাশের বাড়ির কাকু। খাবার দেওয়ার নামে নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালাত ওই ব্যক্তি। ফলত অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। বিষয়টি যখন জানাজানি হয় ওই নাবালিকা তখন ২৫ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন-বাড়ি বসেই দাখিল করা যাবে লাইফ সার্টিফিকেট

Latest article