প্রতিবেদন : গত একবছরে ১ কোটি ৮০ লক্ষ ৪ হাজার ৬৪৯ জন মহিলা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছেন। সোমবার রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেস সদস্য জুন মালিয়ার এক প্রশ্নের জবাবে রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা একথা জানিয়েছেন।
আরও পড়ুন-ইডি-সিবিআই তদন্তের নামে অতি-সক্রিয়তার নিন্দা করে সোমবার রাজ্য বিধানসভায় পাশ হল নিন্দা-প্রস্তাব
এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে গত এক বছরের মধ্যে ১০ হাজার ৫৭০ কোটি ৮৪ লক্ষ টাকার বেশি অর্থ সুবিধা প্রাপকদের মধ্যে বণ্টন করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ২৩ লক্ষের বেশি তফসিলি জাতি-উপজাতিভুক্ত মানুষ অর্থ সহায়তা পেয়েছেন বলে মন্ত্রী জানান। এর মধ্যে তফসিলি জাতিভুক্ত মানুষের সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৯৮ জন। তফসিলি উপজাতিভুক্ত মানুষের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ৮২৬ জন। বিরোধীদের কটাক্ষ করে মন্ত্রী বলেন, অনেকে এই প্রকল্পকে খয়রাতির প্রকল্প বলে কটাক্ষ করেছেন।
আরও পড়ুন-লক্ষ রঙিন চকের দুর্গা দর্শনই লক্ষ্য
কিন্তু এই প্রকল্পে মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাচ্ছেন। যা তাঁদের আত্মনির্ভরতা এনে দেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াচ্ছে। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা ছেলেমেয়েদের পড়াশোনা, পারিবারিক ব্যবসা, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিনিয়োগ থেকে বয়োজ্যেষ্ঠদের চিকিৎসার কাজে ব্যবহার করছেন। যা তাঁদের পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে।