লক্ষ রঙিন চকের দুর্গা দর্শনই লক্ষ্য

শিল্পী মিঠুন মাইতির হাতের ছোঁয়ায় চকের মা দুর্গা তৈরি হচ্ছে বেহালার জিতেন্দ্র স্মৃতি সংঘে। থিম ‘লক্ষ্য’। ভাবনা স্বপন সরকারের। তিনি তৈরি করছেন মণ্ডপ।

Must read

প্রতিবেদন : হলুদ, সবুজ, গোলাপির কোলাজ। নীল, বেগুনি আর ধূসরের মায়ার খেলা। রঙের অদ্ভুত মিশ্রণ। নিখুঁত কাজ। ছোট্ট ছোট্ট রঙিন চকের টুকরোয় যেন জীবন্ত হয়ে উঠেছেন দশভুজা। সরস্বতীর বীণা, লক্ষ্মীর ঝাঁপিতে নিপুণ কারুকাজ। পুঁতি, জরি কিচ্ছু না। সবই চকের জাদু। শিল্পী মিঠুন মাইতির হাতের ছোঁয়ায় চকের মা দুর্গা তৈরি হচ্ছে বেহালার জিতেন্দ্র স্মৃতি সংঘে। থিম ‘লক্ষ্য’। ভাবনা স্বপন সরকারের। তিনি তৈরি করছেন মণ্ডপ।

আরও পড়ুন-উত্তাল হবে সমুদ্র, বইবে ঝোড়ো হাওয়া

প্রায় কয়েকলক্ষ রঙিন চক দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। চক কেটে ছোট করার কাজে হাত লাগিয়েছেন এলাকার মহিলারাও। দুই শিল্পীর দাবি, চক দিয়ে আগে সরস্বতী, লক্ষ্মী ঠাকুর তৈরি হলেও ভারতবর্ষে কলকাতায় প্রথম চকের দুর্গা তৈরি হচ্ছে। প্রথমে চকগুলি আনা হয় মুম্বই থেকে। বাকি চকগুলি কলকাতার একটি সংস্থা থেকে কেনা হয়েছে। শিল্পী মিঠুন এবং স্বপনের যুগলবন্দিতে তৈরি রঙিন চকের দুর্গা দর্শনই এখন শহরবাসীর ‘লক্ষ্য’। ছবি : সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

Latest article