দেবাশিসদের বিবৃতি, পাল্টা সৃঞ্জয়ের

Must read

প্রতিবেদন : মোহনবাগান (Mohun Bagan) নামের আগে বসেছে এটিকে। প্রিয় ক্লাবের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন সবুজ-মেরুন সমর্থকরা। এবাই সেই বিতর্ক আলাদা মাত্রা নিল। রবিবার বেশ কিছু মোহনবাগান সমর্থক ক্লাব সচিব দেবাশিস দত্তের বাড়ির বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন। সভাপতি টুটু বোসেরও নাম করে বিক্ষোভ জানানো হয়। সোমবার মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় এক বিবৃতিতে গোটা ঘটনার তীব্র নিন্দা করে জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্লাবের সচিব ও সভাপতির নামে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। প্রকাশ্যে যেভাবে ক্লাবের সচিব ও সভাপতিকে কটূক্তি করা হয়েছে, তা ক্লাব মেনে নেবে না। শতাব্দীপ্রাচীন ক্লাবের সমর্থকদের এহেন আচরণ আশা করা যায় না। এই বিবৃতিতে আরও জানানো হয়, এটিকের সঙ্গে মোহনবাগান ক্লাবের সংযুক্তীকরণের সিদ্ধান্ত নিয়েছিল পূর্বতন কার্যকরী কমিটি। সেই সময় দেবাশিস দত্ত ক্লাবের সচিব পদে ছিলেন না।

আরও পড়ুন-শিখরদের সামনে সিরিজ জয়ের হাতছানি

এদিকে, এই প্রেস রিলিজ প্রকাশ্যে আসতেই তৎকালীন ক্লাব সচিব সৃঞ্জয় বোস পাল্টা বিবৃতি দিয়ে জানান, ‘এটিকের সঙ্গে চুক্তিপত্রে মোহনবাগানের কোনও সচিব বা অর্থ সচিবের সই ছিল না। সই করেছিলেন দুই ডিরেক্টর। আমি এবং দেবাশিস দত্ত দুজনে সই করেছিলাম মোহনবাগান ফুটবল ক্লাব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেকটর হিসেবে। তাই উনি সেই সময় সচিব ছিলেন না বলে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।’ তবে সচিবের বাড়ির সামনে সমর্থকদের বিক্ষোভ প্রদর্শনকে কড়া ভাষায় সমালোচনা করেন সৃঞ্জয়। এদিকে, এই বিতর্কে মুখ খুলেছেন মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের পক্ষ থেকে সোমবার যে বিবৃতি দেওয়া হয়েছে, তার অধিকাংশ বয়ানের সঙ্গে একমত নই। এ-বিষয়ে এক্সিকিউটিভ কমিটিতে কোনও আলোচনা হয়নি। বিষয়টি গুরুত্বপূর্ণ। এ-নিয়ে যথেষ্ট আলোচনা ও পদক্ষেপের প্রয়োজন আছে। ক্লাবের সদস্য, সমর্থকদের আবেগকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া তখনও প্রয়োজন ছিল, এখনও প্রয়োজন।’

Latest article