পাহাড়ে ধূলিসাৎ পদ্মের ভবিষ্যৎ

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পাহাড়ে কোনওদিনই জায়গা করতে পারেনি পদ্ম (BJP)। আসন্ন নির্বাচনে বিজেপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনও উন্নয়ন তারা আজ পর্যন্ত করেনি। পাহাড়বাসী তাদের ভুলতে বসেছেন। সমর্থন হারিয়ে পাহাড়ে পদ্মের(BJP) ভবিষ্যৎ যে একেবারে ধূলিসাৎ তা আবারও প্রমাণ হল। মঙ্গলবার ছিল সিটি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তাতে দেখা গিয়েছে জিটিএ নির্বাচনে ১০টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর ৩৫টি আসনে প্রার্থী দিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। জিটিএ নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে সবক’টিতেই প্রার্থী দিয়েছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এন বি খাওয়াস বলেন, ‘‘আমরা ১০টি আসনে প্রার্থী দিয়েছি। তবে পাহাড়ে বিজেপি এবং মোর্চার যে কোনও অস্তিত্ব নেই তা এবার পাহাড়বাসী বুঝতে পেরেছেন।’’

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার ৩ দলের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘাসফুলের

Latest article