মৎস্যজীবী দের পাশে সরকার

Must read

সংবাদদাতা, হুগলি : অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের রিষড়া ও পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের ৭০ জন ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীর (Fisherman) হাতে মাগুর, সিঙি, কই ও রুইচারা তুলে দিল জেলা প্রশাসন। ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ইন্দ্রনীল চক্রবর্তী, গ্রাম পঞ্চায়েতের মৎস্য কর্মাধ্যক্ষ মণি সামুই ও পূর্ত কর্মাধ্যক্ষ সুদর্শন বর। একশো দিনের কাজে বেশ কিছু পুকুর ও ভেড়ি খনন করা হয়। সেখানে মৎস্যজীবীরা (Fisherman) মাছ চাষ করলেও জলমগ্ন হয়ে ভেড়ি ভেসে যায়। ফলে জলাশয় থেকে মাছ বেরিয়ে যাওয়ায় মৎস্যজীবীরা পড়েন আর্থিক ক্ষতির মুখে। সেই ক্ষত সামলাতে বুধবার তাঁদের মাথাপিছু ২১ কেজি করে মাছের চারা ও চুন বিলি করল প্রশাসন। বিধায়ক বলেন, আর্থিক লোকসান কাটিয়ে মৎস্যজীবীরা যাতে ফের ভাল মাছ চাষ করতে পারেন সেই লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ। মৎস্যজীবীদের জন্য বাম সরকার কিছুই করেনি। আমাদের সরকার তাঁদের ক্রেডিট কার্ডও দিয়েছে।

Latest article