প্রকাশনা শিল্প নিয়ে পেশা

Must read

আপনি কি স্নাতক? আপনার কি বই প্রকাশনার দিকেই ঝোঁক আছে? এবং স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে চান, আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে বই প্রকাশনার (Book Publishing) এক চমকপ্রদ জগৎ। এক অমোঘ নেশার জগৎও বলা যেতে পারে। একটা বই প্রকাশ করার সঙ্গে সঙ্গে মনে হবে আরও একটা নতুন বই প্রকাশ (Book Publishing) করি। দেখতে দেখতে আপনি একজন প্রতিষ্ঠিত প্রকাশক হয়ে উঠবেন। সমাজের বিভিন্ন শ্রেণির লেখক, গবেষকের বই প্রকাশ (Book Publishing) করে সম্মানের সঙ্গে জীবন নির্বাহ করতে পারবেন।

বর্তমান যুগে প্রকাশনা ও মুদ্রণ শিল্পে বিপ্লব ঘটে গেছে। দিন দিন আরও আধুনিক ও ঝকঝকে স্মার্ট সম্মাননীয় পেশা হয়ে উঠছে গ্রন্থ প্রকাশ ও মুদ্রণ শিল্প। শুধু পুরুষরাই নয়, এই শিল্পে অনেক উদ্যমী নারীকেও পাওয়া যাবে। অতি-সম্প্রতি অকালে প্রয়াত হলেন শুভ্রা পাল। শুনলে অবাক হবেন, এডুকেশনের শিক্ষিকা শুভ্রা পাল বাংলা প্রকাশনা শিল্পের বইবাঁধাই বা আধুনিক বাইন্ডিংয়ের পথের দিশারিও হয়ে উঠেছিলেন। শুধু তাই নয়, নিজের কর্মকুশলতা দিয়ে জাতীয় পুরস্কারের সম্মানে সম্মানিত হয়েছিলেন। তাঁর হাতে তৈরি ‘প্রাটো বাইন্ডা কোম্পানি’। শিক্ষকতার নিশ্চিত চাকরি ছেড়ে ডানা মেলেছিলেন বইবাঁধাইয়ের মতো পুরুষশাষিত ইন্ডাস্ট্রিতে। শৈল্পিক দিক থেকে এনেছিলেন নতুন ভাবনা। এ প্রসঙ্গেই বলা যায়, বইবাঁধাই শিল্পে অসংখ্য নারীও কাজ করে জীবন ও জীবিকা নির্বাহ করেন। প্রকাশনা শিল্পেও নারীর পদার্পণ ঘটছে দিন দিন।
কম পড়াশোনা জানারাই নন অনেক শিক্ষিত সুমার্জিত মানুষও আজ এই প্রকাশনার দিকে ঝুঁকেছেন। তৈরি হয়েছে বেশ কিছু ভাল গ্রন্থ প্রকাশনা। বাংলা গ্রন্থপ্রকাশনার ইতিহাস দীর্ঘ।

আরও পড়ুন: মোদি জমানায় মিডিয়া অষ্টপ্রহর পদ্মকীর্তন

কম্পোজিং পাবলিশিংয়ের কাজের ধারণা থাকলে একাই শুরু করা যায় এই ব্যবসা। যতই টিভি-ইন্টারনেটের দাপাদাপি আসুক না কেন, অতিমারিতে থমকে থাকুক না কেন, মুদ্রিত বইয়ের কদর কোনওদিন কমবে না। এক হিসাব বলছে গত এক দশকে আমেরিকায় একসময় হু-হু করে বই পড়ার অভ্যাস চলে গিয়েছিল নতুন প্রযুক্তি আসার ফলে কিন্তু সেখানেও বহু পাঠক আজ মুদ্রিত বইয়ের দিকেই মুখ ফিরিয়েছেন আবার
আছে সম্মান আছে চমক
ধরুন আপনি প্রকাশনা ব্যবসা শুরু করলেন এবং বেশ কয়েকটি বইও প্রকাশ করলেন। সেই সকল বইয়ের মধ্যে থেকেই কোনও লেখকের কোনও একটি বই যদি সরকারি বা বেসরকারি বড় কোনও পুরস্কারে ভূষিত হয় তাহলে রাতারাতি আপনি বই বিক্রি করে প্রভূত অর্থ উপার্জন করবেন শুধু না, আপনার যশের মহিমাও ছড়িয়ে পড়বে শিক্ষিত পাঠক মহলে। তখন দেখবেন আপনার প্রকাশনা থেকে বই প্রকাশ করতে এগিয়ে আসবে অনেক নামীদামি লেখকের পাশাপাশি নতুন উঠতি লেখক-লেখিকারাও। হঠাৎ আপনি দেখবেন আপনার প্রকাশনার একটা-দুটো বই থেকে অনেক বই প্রকাশিত হয়েছে যার জন্য আপনাকে তৈরি করতে হবে গ্রন্থতালিকা বা গ্রন্থসূচি যে তালিকা আপনি পৌঁছে দেবেন রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, লাইব্রেরিগুলিতে।
কী চাই
চাই বইয়ের বিষয় নির্বাচন। কোন বিষয়ের বই কোন মাপের হবে তার একটা পরিকল্পনা করে নিতে হয়। আর চাই শুদ্ধ নির্ভুলভাবে বই প্রকাশ করার মানসিকতা। শুধু বই প্রকাশ করলেই হবে না সেই বইকে প্রচারের মাধ্যমে আনতে হবে অন্তত পাঠক যাতে জানতে পারেন কোন বিষয়ের কী বই প্রকাশ হয়েছে। ভাল প্রকাশক হয়ে উঠতে গেলে প্রথমেই ভাল বই নির্বাচন করা অত্যন্ত জরুরি, যে বইয়ের বিষয় সর্বসাধারণের গ্রহণযোগ্য সেই ধরনের বইয়ের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। দ্বিতীয়ত, যদি কোনও গল্প-উপন্যাস প্রকাশ করা হয় সেখানেও বইটির মান অত্যন্ত সুপরিকল্পিতভাবে এডিটিংয়ের দিকে দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে বলা যেতে পারে বই প্রকাশনা নানান নিয়মকানুন থেকে শুরু করে আধুনিক বই প্রকাশের তথ্য জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপ্রকাশনা শিল্প সম্বন্ধে একটি এক বছরের কোর্স করার ব্যবস্থা আছে। যেখানে ডিটিপি থেকে শুরু করে লেআউট পরিমাপ-সহ সমস্ত কিছু শেখানো হয়। শেখানো হয় প্রুফ রিডিং। প্রুফ রিডিং যে-কোনও বই নির্ভুল করতে একটা অত্যন্ত মূল্যবান অধ্যায়। সেদিকে অত্যন্ত তীক্ষ্ণ নজর থাকা চাই একজন ভাল প্রকাশকের। শুধু বই প্রকাশ করলেই হবে না সেই বই বিতরণ করার জন্য একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুযায়ী এগিয়ে যেতে হবে।
পাণ্ডুলিপি থেকে বই প্রকাশ
বিশেষ কয়েকটি ধাপ পেরিয়ে যেতে হয় ম্যাটার কম্পোজ কোন টাইপের হবে কোন মাপে হবে, কোন কাগজে ছাপা হবে, কাগজের মাপ কী হবে— সেইসব নিয়েও অত্যন্ত ভাবনা-চিন্তা করেই বই প্রকাশ করা চাই। অনেক খরচ সাশ্রয় হয়। সুমুদ্রিত প্রচ্ছদ অবশ্যই পাঠককে আকর্ষণ করে সেদিকে অত্যন্ত রুচিশীল প্রচ্ছদ করার মানসিকতা রাখতে হবে। এগুলি বই প্রকাশনার ব্যবসা করার সঙ্গে সঙ্গে নিজে থেকেই অভিজ্ঞতা অর্জন করা যায়। অতএব আপনি যদি বই প্রকাশনায় একজন প্রকাশক হয়ে উঠতে আগ্রহী হন এবং বই ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে এখনই শুরু করে দিতে পারেন আপনার প্রকাশনা। প্রতি বছর বিভিন্ন জেলা বইমেলা ছাড়াও, শুধুমাত্র কলকাতা বইমেলায় তিরিশ কোটি টাকারও বেশি বই বিক্রি হয়। এই মুহূর্তে সাতশো সাড়ে সাতশো প্রকাশন সংস্থা বইমেলায় অংশগ্রহণ করে থাকে।

Latest article