প্রতিবেদন : কোভিডকালে এক বছর বন্ধ থাকার পর এবছর ফের রাজ্যে বড়দিনের কার্নিভালের (Christmas Carnival) আয়োজন করছে রাজ্য সরকার। তবে শুধু কলকাতায় আটকে থাকছে না এবারের বড়দিনের উৎসব। ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। সমস্ত রকমের কোভিড বিধি মেনে সেই উৎসবের আয়োজন করা হবে। বৃহস্পতিবার সল্টলেকের উদয়াচল ট্যুরিস্ট লজে এক সাংবাদিক বৈঠক করে এই কথাই জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন (Minister Indranil Sen)। তিনি জানিয়েছেন, চলতি বছরের ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন হবে ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টেয় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত ধরেই।
আরও পড়ুন-ধমকে-চমকে নয়, অবাধ নির্বাচনে বিজেপিকে শূন্য করুন, নেতা-কর্মীদের বার্তা দিলেন Abhishek Banerjee
এদিন ইন্দ্রনীলবাবু আরও জানিয়েছেন, ক্রিসমাস কার্নিভালের (Christmas Carnival) জন্য পার্ক স্ট্রিট এলাকা, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও আশপাশের এলাকা জুড়ে যেভাবে আলো দিয়ে সাজানো হয় এবারেও তা থাকছে। সরকারি ভাবে এই আলোকসজ্জা ১০ জানুয়ারি অবধি থাকার কথা। তবে যেহেতু আগামী ৭ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা ঘটবে তাই সেই আলোকসজ্জা আরও হয়তো কিছুদিন রাখা হবে। এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী এটাও জানিয়েছেন কলকাতার পাশাপাশি এবারে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর ও বারুইপুরের বুকেও। তবে কোভিডের কথা মাথায় রেখে এবারেও কার্নিভাল চলাকালীন সময়ে পার্ক স্ট্রিটে কোনও ফুড স্টল করতে দেওয়া হবে না। তবে গতবছরের মতো এবারেও অ্যালেন পার্কে ক্রিসমাস সম্পর্কিত খাবারের স্টল থাকবে। সেই সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।