সৌরভের দিকেই চোখ লাল-হলুদের

Must read

প্রতিবেদন : ইস্টবেঙ্গলে (East Bengal) নতুন লগ্নিকারী কে? এই প্রশ্নের উত্তরের জন্য সম্ভবত আর আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। লাল-হলুদে ত্রাতার ভূমিকায় দেখা যেতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গল-ম্যান ইউ যোগ নিয়ে জল্পনা চলছে। লাল-হলুদের তরফে সরকারিভাবে এ ব্যাপারে কিছু জানানো না হলেও খবর পুরোপুরি অস্বীকারও করছেন না ক্লাবের শীর্ষকর্তা। বেশ কিছুদিন আগেই লগ্নিকারী সমস্যা দূর করতে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সিএবি-তে বসে মিটিংও করেন লাল-হলুদের তিন কর্তা। এর পরই সৌরভের মধ্যস্থতায় ম্যান ইউয়ের সঙ্গে কথা শুরু হয় ইস্টবেঙ্গলের। কিন্তু এই বিষয়ে দু’পক্ষই গোপনীয়তা বজায় রেখেছে।

আরও পড়ুন: ধন্যবাদ মুম্বই, এটা মনে রাখব : বিরাট

ইস্টবেঙ্গলের (East Bengal) শীর্ষকর্তা দেবব্রত সরকার ফোনে বললেন, ‘‘সৌরভ নিজে উদ্যোগ নিয়েছে। আমাদের সঙ্গে ওর আগেই কথা হয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছি আমরা সৌরভের মাধ্যমেই। তবে এর পর কোনও অগ্রগতি হয়েছে কি না, আমার জানা নেই। যদি কিছু অগ্রগতি হয়ে থাকে, সেটা সৌরভই বলতে পারবে। তাছাড়া শুধু ম্যান ইউ নয়, আরও অনেকের সঙ্গেই আমাদের কথা হচ্ছে।’’ তবে লগ্নিকারী, স্পনসর নাকি স্ট্র্যাটেজিক পার্টনার—ইস্টবেঙ্গলে ঠিক কোন ভূমিকায় দেখা যেতে পারে নামী ক্লাব বা সংস্থাকে? তা বলবে সময়।

Latest article