দূরবিনেও নেই বিরোধীরা

Must read

প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বার রাজ্যের শাসন ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে রাজ্যে কার্যত অপ্রতিরোধ্য তাঁরা। কলকাতা পুরসভা নির্বাচনেও বিরোধীদের উড়িয়ে দিয়েছে তৃণমূল। এবার সামনে রাজ্যের আরও চার পুরসভার নির্বাচন। সেখানেও প্রায় খুঁজে পাওয়া যাচ্ছে না বিরোধীদের। বিধাননগর থেকে চন্দননগর হয়ে শিলিগুড়ি, সব জায়গায় একই ছবি। ব্যতিক্রম নয় আসানসোলও। আগামী ২২ জানুয়ারি আসানসোল পুরসভার ১০৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ। তার আগে জোরকদমে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তবে প্রচারে সবাই সতর্ক। কোভিডবিধি কঠোর ভাবে মেনে চলছে প্রচার পর্ব। তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ময়দানে থাকলেও আসানসোলজুড়ে খুঁজে পাওয়া যাচ্ছে বিরোধীদের। বিজেপি প্রার্থীদের তো দেখাই যাচ্ছে না। বিক্ষিপ্ত ভাবে তাও চোখে পড়ছে বামেরা। একথাই বলছিলেন আসন্ন নির্বাচনে ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক রুদ্র। দীর্ঘদিন সংগঠন করলেও ভোটের ময়দানে এই প্রথমবার। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি বলছিলেন, গত পাঁচ বছরে আসানসোলের জন্য অনেক কাজই তৃণমূল কংগ্রেসের পুরবোর্ড। উন্নয়নও যথেষ্ট হয়েছে। এবারও তাঁর বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকেই আশীর্বাদ করবেন আসানসোলের মানুষ।

আরও পড়ুন: সবুজ বিধাননগরই ট্রাম্প কার্ড

Latest article