স্বনির্ভররা এগিয়ে এলেন অন্যদের দাঁড় করাতে

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বিশেষত মহিলাদের স্বনির্ভর করতে বিশেষভাবে আন্তরিক রাজ্য সরকার। বিভিন্ন জেলায় সে কারণেই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী (Self-help Groups) দারুণ কাজ করছে। এবার সেই স্বনির্ভর গোষ্ঠী অন্য মহিলাদের স্বনির্ভর করার কাজে এগিয়ে এল। বাঁকুড়ার জঙ্গলমহলের সিমলাপাল ব্লক প্রাণিসম্পদ দফতরে পঞ্চায়েত সমিতির উদ্যোগে চারটি স্বনির্ভর দলের ৮০ জন মহিলাকে একটি করে ছাগল দেওয়া হল, শুক্রবার। এছাড়াও প্রতি ২০টি ছাগলপিছু একটি করে উন্নত জাতের পাঁঠাও দেওয়া হয়। সকলকে ছাগল বিতরণ করেন সিমলাপাল পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দফতরের কর্মাধ্যক্ষ সুপ্রিয়া কর। তিনি আরও জানালেন, ৩৪০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে দশটি করে মোট ৩ হাজার ৪০০টি মুরগির বাচ্চাও দেওয়া হয়েছে। ৩২০টি হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে ৩২টি দলকে। এদিন দেখা গেল বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গার নেতুরপুর গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সিমলাপালকে এই ৮৪টি ছাগল সরবরাহ করলেন। নেতুরপুর স্বনির্ভর গোষ্ঠীর (Self-help Groups) সভানেত্রী ছায়া মাহাতো জানালেন, ‘‘আমরা সরকারের কাছ থেকে ছাগল পেয়ে তার মাধ্যমেই এখন স্বনির্ভর হয়ে বিক্রি করছি। একটা সময় এঁদের মতোই হাত পেতে ছাগল নিয়েছিলাম, আজ আমরা দাতার ভূমিকায়। ভাবতেই ভাল লাগছে।’’

আরও পড়ুন: জেলায় জেলায় কড়া পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের, ১০ জেলায় বহিষ্কৃত ৭০ জন

Latest article