জেতা ম্যাচ হাতছাড়া বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজ ১৪২-৭ (২০ ওভার), বাংলাদেশ ১৩৯-৫ (২০ ওভার)

Must read

শারজা, ২৯ অক্টোবর : শেষ ওভারে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল ১৩ রান। কিন্তু তারা সেটা পারেনি। শারজায় ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে জিতে সেমিফাইনালের দৌড়ে ভেসে থাকল। আর হেরে কার্যত নক আউটের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ।

আরও পড়ুন-ত্রিপুরায় ধাক্কা, পরিবারের সদস্যদের তৃণমূলে যোগদান

অথচ, ২৯ রানের মধ্যে শাকিব আল হাসান (৯) ও মহম্মদ নইমকে (১৭) হারানোর পরও বাংলাদেশ কিন্তু লড়াইয়ে ছিল। লিটন দাস ৪৪ বলে ৪৩ রান করে জয়ের আশা জিইয়ে রেখেছিলেন। পরের দিকে অধিনায়ক মাহমুদউল্লাহ ২৪ বলে ৩১ নট আউট থেকে শেষ চেষ্টা চালিয়ে গেলেন। কিন্তু শেষ তিন-চার ওভারে তাঁর দল ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের খারাপ ফিল্ডিং সত্ত্বেও। ক্যারিবিয়ানরা পাঁচ বোলারকে ব্যাবহার করেছে শুক্রবার। সবাই একটি করে উইকেট নিয়েছেন। শেষ ওভারে বল করলেন আন্দ্রে রাসেল। আইপিএলে কেকেআরের হয়ে কঠিন ম্যাচ বের করে আনার কাজটাই যেন এদিন করলেন রাসেল। ওয়েস্ট ইন্ডিজ প্রচুর ক্যাচ ফেলেছে এদিন। চাপের মুখে বাড়তি রানও দিয়েছেন পোলার্ডরা। কিন্তু এরপরও তাঁরা জিতলেন। কারণ, মাহমুদউল্লাহরা তাদের খারাপ ফিল্ডিংয়ের সুবিধা নিতে পারেননি।

৩২ রানের মধ্যে ইভিন লুইস, ক্রিস গেইল ও শিমরন হেটমেয়ারকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ এদিন যে চাপে পড়েছিল, সেখান থেকে তারা আর বেরোতে পারেনি। গেইলকে ৪ রানে ফেরান মেহেদি হাসান। হেটমেয়ারকেও (৯) তিনি ফেরালেন সৌম্য সরকারের ক্যাচে। আর লুইস (৬) মুস্তাফিজুরের শিকার হলেন দলের ১৮ রানের মাথায়।

ইভিন লুইস বিশ্বকাপের আগে দাবি করেছিলেন, লোকে তাঁকে ভবিষ্যতের ব্রায়ান লারা বলে। কিন্তু মরুদেশে তাঁকে রান করতে দেখা যাচ্ছে না। আইপিএলে রান পাননি। বিশ্বকাপে এখনও পর্যন্ত নয়। তাহলে লারা হবেন কী করে? ৪২ বছরের গেইলকে নিয়েও প্রচুর শব্দ খরচ হয়েছে। তিনিও রান-টান কিছু পাচ্ছেন না! রাসেল এদিন কোনও রান করার আগেই টাসকিন আমেদের ডাইরেক্ট থ্রো-তে রান আউট হয়ে যান। রান পাননি বর্ষীয়ান ডোয়েন ব্র্যাভোও (১)।

আরও পড়ুন-ভবিষ্যতে সেনাপ্রধান হবেন কোনও মহিলা, আশাবাদী নারাভানে

ওয়েস্ট ইন্ডিজ যে এরপরও ২০ ওভারে সাত উইকেটে ১৪২ রান তুলতে পেরেছে, সেটা নিকোলাস পুরানের সৌজন্যে। তিনি ২২ বলে একটি চার ও চারটি ছক্কার সাহায্যে ঝোড়ো ৪০ রান করে গিয়েছেন। অধিনায়ক কায়রন পোলার্ড ১৪ ও পরিবর্ত হিসাবে বিশ্বকাপ দলে আসা জেসন হোল্ডার ১৫ রানে নট আউট থেকে যান। বাংলাদেশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। কিন্তু বোলাররা কম রানে প্রতিপক্ষকে বেঁধে রাখলেও ব্যাটিং ডুবিয়েছে বাংলাদেশকে।

Latest article