প্রশ্ন জমা দিয়ে অনুপস্থিত, বিধায়কদের কড়া বার্তা অধ্যক্ষের

Must read

কড়া পদক্ষেপ অধ্যক্ষের। কোনও বিধায়ক বিধানসভায় প্রশ্ন জমা দিয়ে যদি তার উত্তর শোনার জন্য উপস্থিত না থাকেন তবে তাঁর বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরের ২-৩ দিন তাঁকে আর প্রশ্ন করতে দেওয়া হবে না। বুধবার কড়া ভাষায় জানিয়ে দিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সব দলের সদস্যদের এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, প্রশ্ন জমা দিচ্ছেন, অথচ বিধায়করা সেই প্রশ্ন অধিবেশনে উত্থাপন করছেন না। এমনকী সময়মতো আসছেনও না। মন্ত্রীরা উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আসছেন। কিন্তু প্রশ্নকর্তা আসছেন না। এটা বারবার ঘটছে। বুধবার অধিবেশনের শুরুতেই ঘটনার সূত্রপাত। এদিন সভায় প্রথম প্রশ্নকর্তা ছিলেন বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি অনুপ কুমার সাহা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর নাম ধরে ডাকার পর দেখা যায়, তিনি গরহাজির। এরপর দেখা যায়, আরও দু’জন বিধায়ক একইভাবে প্রশ্ন জমা দিয়েও সভায় আসেননি। এঁরা হলেন দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুধরাই টুডু এবং মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল।

আরও পড়ুন- টুঙ্গিদিঘিতে পথ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু! মৃ.তের সংখ্যা বাড়ার আশঙ্কা

প্রশ্ন জমা দেওয়া সত্ত্বেও, একের পর এক বিধায়কের গরহাজিরায় সভাকক্ষেই তিনি বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ক্ষুব্ধ স্পিকার বলেন, মন্ত্রীরা প্রশ্নের জবাব দেওয়ার জন্য সভায় বসে রয়েছেন। উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আসছেন। অথচ যিনি প্রশ্ন করবেন, তিনিই সভায় নেই। আমাকে বিধানসভা চালাতে হয়। মন্ত্রীরা প্রস্তুত হয়ে আসবেন। আর প্রশ্নকর্তা আসবেন না। এভাবে সভা চলতে পারে না। বারবার এ-ধরনের ঘটনা তিনি সাফ জানিয়ে দেন, প্রশ্ন জমা দিয়ে জবাব দেওয়ার দিনে প্রশ্নকর্তা সভায় না এলে, সংশ্লিষ্ট বিধায়ককে পরবর্তী ২-৩ দিন আর প্রশ্ন করতে দেওয়া হবে না।

Latest article