দঃ ২৪ পরগনায় ৬ পঞ্চায়েত সমিতিতে নিরঙ্কুশ তৃণমূল

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার :‌ ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana- TMC) ৬টি পঞ্চায়েত সমিতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। এগুলি হল ডায়মন্ড হারবার-২, ফলতা, বজবজ-১, ভাঙড়-১, ক্যানিং ১ ও ক্যানিং ২। এর মধ্যে ফলতা, বজবজ-১, ক্যানিং-১ ও ক্যানিং-২ পঞ্চায়েত সমিতি বিরোধীশূন্য। ফলতা ব্লকের ১৫টি পঞ্চায়েতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেল তৃণমূল কংগ্রেস। এখানে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা কোনও আসনে প্রার্থী দিতে পারেনি। অন্যদিকে বজবজ-১ ব্লকের ৬টি পঞ্চায়েতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস (South 24 Pargana- TMC)। পাশের বজবজ-২ ব্লকের পাঁচটি পঞ্চায়েতও ইতিমধ্যে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। ক্যানিং ১ ও ২ নং পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা প্রার্থী পাননি। এই দুই ব্লকের ১৯টি পঞ্চায়েতেও বিরোধীরা প্রার্থী খুঁজে পাননি। ভাঙড়-১ পঞ্চায়েত সমিতিও ইতিমধ্যে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। একাধিক পঞ্চায়েতও তৃণমূলের দখলে চলে এসেছে। সবমিলিয়ে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনায় বিরোধীদের থেকে অনেক এগিয়ে তৃণমূল কংগ্রেস। এই জেলার ভাঙড় ও ক্যানিংয়ে লাগাতার অশান্তির সৃষ্টির চেষ্টা করেছে বিরোধী জোটের প্রার্থীরা। কিন্তু নিজেদের প্রার্থী খুঁজে পাননি। গ্রামস্তর পর্যন্ত সংগঠন না থাকায় বিরোধীরা হাত কামড়াচ্ছে।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন: তৃণমূলের প্রচার শুরু কাল থেকেই

Latest article