পঞ্চায়েত নির্বাচন: তৃণমূলের প্রচার শুরু কাল থেকেই

Must read

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election- TMC)। তার আগেই জোরকদমে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। তবে তার আগে আজ, বুধবার কোন জেলাগুলিতে প্রচার শুরু করবেন দলের নেতারা তার তালিকা দিল ঘাসফুল শিবির।

ইতিমধ্যেই ৫৮ জন নেতার নামের একটি তালিকা তৈরি করা হয়েছে যারা আগামীকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন। প্রচার অভিযান প্রধানত দুটি ফেজে ভাগ করেছে তৃণমূল কংগ্রেস। ২২-২৮ জুনের মধ্যে ফেজ ১ চলবে।

আরও পড়ুন: ছোট-মাঝারি ফ্ল্যাটের ক্রেতাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে উদ্যোগ রাজ্যের

এই প্রচার তৃণমূলে নব জোয়ারের একটি বর্ধিত সংস্করণ যেখানে নেতারা জনসংযোগ যাত্রা, রাস্তার ধারে সভা‌, মানুষের সঙ্গে দেখা করবেন এবং তাদের সমস্যাগুলি শুনবেন এবং তাদের নিজ নিজ এলাকার জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কাজের অবহিত করবেন।

আগামিকালের যে জেলাগুলিতে (Panchayat Election- TMC) প্রচার চালাবে তৃণমূল, রইল তালিকা

মুর্শিদাবাদ
পূর্ব মেদিনীপুর,
পশ্চিম মেদিনীপুর,
আলিপুরদুয়ার,
ঝাড়গ্রাম,
নদিয়া,
মালদা,
বীরভূম,
হুগলি,
হাওড়া,
জলপাইগুড়ি,
পুরুলিয়া,
উত্তর দিনাজপুর,
দক্ষিণ দিনাজপুর,
বাঁকুড়া,
পূর্ব বর্ধমান।

Latest article