শৈলশহরে এসি কোচ টয়ট্রেনের

মঙ্গলবার সকালে আবার শৈলশহরের উদ্দেশ্যে ১৮ জন পর্যটককে নিয়ে শুরু হল টয়ট্রেনের যাত্রা।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর প্রথমবার এসি কোচ নিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটল পাহাড়ের খেলনা গাড়ি। তিনমাস আগে শেষবার শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল টয়ট্রেন। তারপর করোনা পরিস্থিতির কারণে পর্যটক সংখ্যা তেমন না হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল টয়ট্রেনের যাত্রা।

আরও পড়ুন-ফুলেশ্বরী-জোড়াপানি নদীর সংস্কারের কাজ দ্রুত শুরু হবে, শিলিগুড়ি ফিরে পাবে গৌরব

মঙ্গলবার সকালে আবার শৈলশহরের উদ্দেশ্যে ১৮ জন পর্যটককে নিয়ে শুরু হল টয়ট্রেনের যাত্রা। পতাকা নাড়িয়ে টয়ট্রেনের শুভযাত্রার সূচনা করেন কাটিহার ডিভিশনের ডিআরএম। আগে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেনের ভাড়া ছিল ১৬০০ টাকা। এখন ট্রয়ট্রেনের ভাড়া কমিয়ে করা হয়েছে ১৪২০ টাকা। কাটিহার ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরি বলেন, করোনার কারণে যাত্রীসংখ্যা কম।

Latest article