বিনোদন

অভিনেতা হিসেবে ঐতিহাসিক চরিত্রে অভিনয় অন্যরকম অনুভূতি দেয়: কিঞ্জল

‘৮/১২’-তে বিপ্লবী বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ। সেই অভিজ্ঞতার কথা জানালেন পর্দার বিনয়। কথা বলেছেন জয়িতা মৌলিক।

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে বিনয়, বাদল, দীনেশের (Binay-Badal-Dinesh) রাইটার্স বিল্ডিং অভিযানের কথা। সেই কাহিনী নিয়ে আজ মুক্তি পাচ্ছে পরিচালক অরুণ রায়ের (Arun Roy) ছবি ‘৮/১২’। ছবিতে বিনয়ের ভূমিকায় অভিনয় করেছেন কিঞ্জল নন্দ। চরিত্র থেকে ফিল্ম সব বিষয়ে জানালেন পেশায় চিকিৎসক, নেশায় অভিনেতা কিঞ্জল।

আরও পড়ুন-‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের, সিদ্ধান্ত কে কুর্নিশ সঙ্গীত জগতের একাধিক শিল্পীর

প্র: ‘হীরালাল’-এর পরে আবার একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয়। কেমন লাগল?
কিঞ্জল: এই ধরনের ছবিতে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভালো। একজন অভিনেতা হিসেবে সব চরিত্রই আমার কাছে নতুন এবং গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পারাটা ভাগ্যের বিষয়। এটা করার ক্ষেত্রে সব সময় একটা আলাদা অনুভূতি কাজ করে।

প্র: বিপ্লবী বিনয় বসুর চরিত্র করার জন্য কী ধরনের হোমওয়ার্ক করেছিলেন?
কিঞ্জল: আমার বিশেষ হোমওয়ার্ক করতে হয়নি। পরিচালক অরুণ দা আর রিসার্চ টিম সেই কাজটা করেছে। আমাকে পুরো বিষয়টা বলা হয়েছিল। তবে, একটা খোঁজ চলেছে। কারণ, এঁদের মতো মানুষদের জীবন নিয়ে গবেষণা চলতেই থাকে। সেটা আমি করেছি।

আরও পড়ুন-বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের

প্র: ‘হীরালাল’-এর জন্য ওজন কমিয়েছিলেন। ‘৮/১২’-র লুকের জন্য কোনও বিশেষ ফিটনেস প্ল্যান?
কিঞ্জল: ‘হীরালাল’-এর জন্য ওজন কমিয়েছিলাম। আর বিনয় বসুর জন্য ওজন বাড়িয়েছি অনেকটা। কারণ, ওনার চেহারা বেশ বড়সড় ছিল। বাকিটা দর্শক বলতে পারবেন, আমি কতটা পোট্রে করতে পেরেছি।

প্র: পরিচালক অরুণ রায়ের পর পর দুটো ছবিতে মুখ্য ভূমিকায় আপনি। ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কী?
কিঞ্জল: অরুণদার ছবিতে কোনও চরিত্র হিরো হয় না, হিরো হয় বিষয়। ‘হীরালাল’-এ নায়ক ছিল আসলে সেইসময়ের ছবির জগৎ এবং ক্যামেরা। আর এখানে হিরো তিন বিপ্লবীর রাইটার্স অভিযান। অরুণদা আমার পরিবার, আমার শিক্ষক। ক্যামেরার সামনে অভিনয় করার অভিজ্ঞতা আমার ছিল না। সেটা শিখিয়েছেন অরুণদাই। উনি সেটে খুব সহজভাবে সবার সঙ্গে মেশেন; মজা করেন। কিন্তু সব সময় ওনার মধ্যে অভিনেতাদের শেখানোর একটা তাগিদ থাকে। তাই অরুণদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই শিক্ষণীয়।

আরও পড়ুন-অনুপ্রেরণা নেতাজি, বললেন রাষ্ট্রপতি

প্র: পরপর পিরিওডিক ছবিতে অভিনয়, তকমা পড়ে যাওয়ার ভয় আছে?
কিঞ্জল: না। এরপরে যে দুটো ছবি করছি সেখানে একেবারেই অন্য চরিত্র। সুতরাং সেরকম কোনও ভয় কাজ করে না। আর পরিচালকরাও জানেন, যে কে কতটা চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে পারে।

প্র: আজ ছবির মুক্তি। কী মনে হচ্ছে?
কিঞ্জল: ‘৮/১২’-র বিষয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা রাখছি। তবে, এই ধরনের ছবি বার বার করা যায় না। প্রযোজক যথেষ্ট ঝুঁকি নিয়ে এই ধরনের ছবি করেন। তাই সবাইকে হলে গিয়ে ছবি দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা বারবার বলি বাংলা ছবি কন্টেন্ট ভালো হচ্ছে না। অথচ ভালো ছবি হচ্ছে। ‘হীরালাল’ হয়েছে, ‘গোলন্দাজ’ হয়েছে, ‘বিনি সুতোয়’ হয়েছে। অনেক ভালো ভালো ছবি হচ্ছে। কিন্তু হলে গিয়ে ছবি দেখতে হবে। শুধু প্রযোজক-পরিচালক নয়, সবাইকেই বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুন-রাজ্যে পণ্য পরিবহণে গুরুত্ব পাবে জলযান

প্র: চিকিৎসকের চরিত্রে অভিনয় করতে কেমন লাগবে?
কিঞ্জল: ভালোই লাগবে। বিনয় বসুও একজন চিকিৎসক ছিলেন। যখন যে চরিত্রটা করি সেটাই বাস্তবসম্মত করার চেষ্টা করি। চিকিৎসকের চরিত্রের ক্ষেত্রে সেটা আরো সাবলীল হবে আশা করি।

প্র: একদিকে ডাক্তারি আর একদিকে অভিনয়- ব্যালেন্স করেন কী করে ডা: নন্দ?
কিঞ্জল: আলাদা করে ব্যালেন্স করতে হয় না। আমার কাছে ডাক্তারি আর অভিনয় দুটোই সমান গুরুত্বপূর্ণ। রোগী দেখার সময় সেটাই করি। আর অভিনয়ের সময় অভিনয়।

প্র: করোনার তৃতীয় ঢেউ কবে যাবে? কী বলছেন ডাক্তার কিঞ্জল?
কিঞ্জল: এতদিনে আমরা সবাই জেনে গিয়েছি কোভিড বা ফ্লু নিয়েই আমাদের এখন থাকতে হবে। এটাকে একটা রাক্ষস ভেবে বাড়ি বসে থাকলে জীবন চলবে না। এটা নিয়ে আতঙ্ক করার কিছু নেই। সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং কাজ করতে হবে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago