অনুপ্রেরণা নেতাজি, বললেন রাষ্ট্রপতি

Must read

প্রতিবেদন : সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধায় নেতাজি স্মরণ। মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind)। নিজের ভাষণের শুরুতেই রাষ্ট্রপতি প্রথমে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। এরপরই তিনি বলেন, আমাদের অনুপ্রেরণা নেতাজি। স্বাধীন ভারত নির্মাণে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কখনওই ভোলা যাবে না। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশ যে একদিন স্বাধীন হবে মানুষের মধ্যে এই আত্মবিশ্বাস তৈরি করেছিলেন নেতাজি। এভাবেই পরাধীন ভারতের মুক্তির দিশারি হয়ে উঠেছিলেন বাংলার এই বীর সন্তান। রাষ্ট্রপতি (Ram Nath Kovind) আরও বলেন, আমাদের বর্ণময় ও বৈচিত্রসমৃদ্ধ গণতন্ত্র গোটা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন – দমদম বিমানবন্দর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

নেতাজির পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে জাতির জনক মহাত্মা গান্ধী-সহ অন্যদের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, গান্ধীজিই প্রথম বলেছিলেন আমাদের একমাত্র লক্ষ্য পূর্ণ স্বরাজ। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি আরও একবার দেশের সেনা জওয়ানদের কর্তব্যবোধের প্রশংসা করেন। বলেন, হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে রাজস্থানের মরু এলাকায় কঠিন পরিস্থিতির মধ্যে ২৪ ঘণ্টা অতন্দ্র প্রহরা দিয়ে দেশকে সুরক্ষিত রেখেছেন এই জওয়ানরা। দেশের সেনার তিন শাখাই আরও অনেক শক্তিশালী হয়েছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আজ মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে করোনা পরিস্থিতির কথাও।

তিনি বলেন, ভারতের জনসংখ্যা অনেক বেশি। তাই করোনার বিরুদ্ধে লড়াইটাও ছিল অনেক কঠিন। কিন্তু আমরা সেই লড়াইটা সাফল্যের সঙ্গে লড়েছি। এই লড়াইয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে ভূমিকা পালন করেছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। শুধু নিজেদের দেশে নয়, একাধিক দেশকে আমরা সংকটের সময়ে ভ্যাকসিন সরবরাহ করেছি। করোনা মহামারী এখনও কেটে যায়নি। তাই মানুষকে সাবধানে পথ চলতে হবে। প্রত্যেককে মাস্ক পরতে এবং করোনা বিধি মেনে চলতে রাষ্ট্রপতি পরামর্শ দেন।

Latest article