প্রতিবেদন : জানুয়ারির শেষ দিকে সামনে এসেছে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট। ওই রিপোর্ট প্রকাশ্যে আসার কিছুদিন আগেই ছুটিতে পাঠানো হয়েছে সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিককে। জানা গিয়েছে, আদানিদের বিভিন্ন সংস্থার ইনভেস্টর রিলেশনস বিভাগের প্রধান বালাসুব্রহ্মণ্যম দানতুর্তি নাকি ডিসেম্বর থেকেই ছুটিতে রয়েছেন। অর্থাৎ হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার ঠিক আগেই এই শীর্ষ কর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠেছে, হঠাৎই কেন দীর্ঘ ছুটিতে পাঠানো হল বালাসুব্রহ্মণ্যমের মতো এক গুরুত্বপূর্ণ আধিকারিককে?
আরও পড়ুন-মেয়েদের ভবিষ্যৎ ভেবে ২৯ বছর পর দ্বিতীয়বার বিয়ে কেরলের দম্পতির
আদানিরা কি কোনও তথ্য গোপন করতে চাইছেন? সে কারণেই এই শীর্ষ কর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে? জানা গিয়েছে, বালাসুব্রহ্মণ্যমকে গার্ডেনিং লিভে পাঠানো হয়েছে। অর্থাৎ এই সময় কর্মীরা সংস্থায় কোনও কাজ না করলেও পুরো বেতনই পেয়ে থাকেন। ডিসেম্বর থেকে বালাসুব্রহ্মণ্যম গার্ডেনিং লিভে রয়েছেন। চলতি বছরের জুন মাসে তাঁর অবসর নেওয়ার কথা। বিশেষজ্ঞরা মনে করছেন, সংস্থার বিভিন্ন কাজকর্ম থেকে ইনভেস্টর রিলেশনস প্রধানকে দূরে সরিয়ে রাখতে এই সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে, তিনি কি কোনও বিশেষ তথ্য জেনে গিয়েছিলেন যা ফাঁস হওয়ার ভয়ে আদানিরা তাঁকে ছুটিতে পাঠিয়েছে?